নয়াদিল্লি: হলিউডি সিনেমার অনুরাগীরা নিশ্চয় জানেন যে, ঘোস্টবাস্টার্স খুব শীঘ্রই ভারতে মুক্তি পাবে। এসএবি টিভির অনুষ্ঠান ‘চিড়িয়া ঘর’-এর অভিনেত্রী অদিতি সাজওয়ানও এই সিনেমার ভক্ত। কিন্তু পর্দায় নয়, বাস্তবে গা ছমছমে অনুভূতির শিকার হয়েছিলেন অদিতি। নিজেই সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। অদিতি বলেছেন, কয়েক সপ্তাহ আগে একটি স্টুডিওতে শ্যুটিং হয়েছিল। ওই স্টুডিওটি ভুতুড়ে বলে পরিচিত। আর শ্যুটিংয়ের প্রথম দিনই বেশ কতগুলি অস্বস্তিকর ও অপ্রত্যাশিত ঘটনা ঘটে। শ্যুটিংয়ের জন্য আনা ঘোড়াগুলি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আমাদের চারপাশে অসংখ্য কীটপতঙ্গ এসে ভিড় করে। মেকাপ রুমে পায়েলের শব্দ শোনা যায়।
অদিতি আরও বলেছেন, আমাদের এক লাইটম্যান একতলা থেকে পড়ে গিয়ে জখম হন। তিনি আমাদের বলেন যে, তাঁকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে।
অদিতি বলছেন, এই সব কাণ্ডকারখানা দেখে তিনি চাইছিলেন, শ্যুটিংয়ের কাজটা যত তাড়াতাড়ি যেন শেষ হয়। একদিন পার্কিং এরিয়ায় একটা ঘটনা দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি পার্কিং এরিয়ায় একটি নির্দিষ্ট স্থানে গাড়ি রাখতেন। একদিন বেরিয়ে তিনি দেখলেন, যেখানে গাড়ি রেখেছিলেন, সেখানে তা নেই। পরে দেখেন উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে গাড়িটি। অথচ ওই জায়গায় তো তিনি গাড়ি পার্ক করেননি।