মুম্বই: আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর প্রাক্তন প্রেমিক পরিবারকে একথা জানিয়েছেন। আইএএনএস সূত্রে খবর, মৃত অভিনেত্রী-র মায়ের অভিযোগের ভিত্তিতেই তুনিশার প্রাক্তন প্রেমিক শিজানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর মায়ের অভিযোগ,মানসিকভাবে দিনের পর দিন অত্যাচার চালানো হত তুনিশার ওপর। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী। আত্মহত্যার দিন ১৫ আগেই দুজনের সম্পর্কে বিচ্ছেদ হয় বলে খবর। সূত্রের খবর, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। 


প্রসঙ্গত, শুটিং-এর সেটেই দেখা হয়েছিল তুনিশা-শিজানের। তাদের সম্পর্কের কথা জানত ইন্ডাস্ট্রিও। সোশাল মিডিয়াতেও ছবিও পোস্ট করতেন তুনিশা। এমন কী শিজনের পরিবারের সঙ্গে তুনিশার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। শিজনের বোনের সঙ্গেও ছবি ছিল তুনিশার। 


হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) মৃত্যুতে তোলপাড় টেলি দুনিয়া। গত ২৪ ডিসেম্বর ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রীর। বয়স মাত্র ২০।  ধারাবাহিকের সেটে তরুণী অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর ঘটনা (Tunisha Sharma Death Case) তুলেছে একাধিক প্রশ্ন। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী মহারাষ্ট্রের পালঘরের ভাসাইয়ে, ধারাবাহিকের সেটে আত্মঘাতী হয়েছেন গত শনিবার। অন্যদিকে, মনে করা হচ্ছিল, তুনিশা অন্তঃসত্ত্বা (pregnant) হয়ে পড়েছিলেন। দেহের ময়না তদন্তের (Post Mortem) রিপোর্ট এসেছে। 


চণ্ডীগড়ে জন্মগ্রহণকারী তুনিশা ছোটবেলাতেই খ্যাতি অর্জন করেছিলেন। ছোটবেলায়, তিনি 'ভারত কা বীর পুত্র - মহারানা প্রতাপ'-এ অভিনয় করেছিলেন। তিনি 'চক্রবর্তী অশোক সম্রাট'-এ রাজকুমারী অহঙ্কার, 'ইশক শুভান আল্লাহ'-তে জারা/বাবলি এবং 'ইন্টারনেট ওয়ালা লাভ'-এ আরাধ্যা ভার্মার চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। হিন্দি টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি তিনি হিন্দি ছবি 'বার বার দেখো' ও 'ফিতুর'-এও অভিনয় করেছেন। 


তুনিশা শর্মার মৃত্যুর পর শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে যে, অভিনেত্রী সন্তানসম্ভবা ছিলেন না। রিপোর্টে আরও পরিষ্কার যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস আটকেই তাঁর মৃত্যু হয়েছে।


তুনিশার মৃতদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তুনিশার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  


পুলিশ সূত্রে খবর, শনিবার শ্যুটিংয়ের সেটে অভিনেত্রী শৌচাগারে যান এবং দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও ফেরেননি। যখন দরজা ভাঙা হয়, তখন ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য তুনিশার সহ অভিনেতা শিনাজ খানকে আটক করে মুম্বই পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হওয়ায় গ্রেফতার করা হয়। তিনি আপাতত ৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। অভিনেত্রীর মা যদিও মেয়ের মানসিক অশান্তির জন্য শিনাজের দিকেই আঙুল তুলেছেন। তুনিশা ও শিনাজ একসঙ্গে 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকে কাজ করতেন।