Long Term Recharge Plan: ভারতে ইতিমধ্যেই ৫জি (5G in India) পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও (Jio) এবং ভারতী এয়ারটেল (Airtel)- এই দুই টেলিকম সংস্থা। ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea) অবশ্য এখনও দেশে ৫জি সার্ভিস শুরু করেনি। তবে অনুমান, নতুন বছরে হয়তো এই টেলিকম সংস্থা ভারতে তাদের ৫জি পরিষেবা চালু করবে। তবে এই তিনটি জনপ্রিয় টেলিকম সংস্থাই গ্রাহকদের জন্য লং-টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বছর শেষে। অনেক ইউজারের ক্ষেত্রেই প্রতি মাসে বা তিনমাসে একবার করে রিচার্জ করা বেশ সমস্যার। কারণ অনেকে তারিখ ভুলে যান। কেউ বা হয়তো কর্মসূত্রে বা অন্যান্য কারণে প্রচুর বাইরে যান, যাতায়াত অর্থাৎ ট্র্যাভেল করেন। সেক্ষেত্রে হয়তো সব জায়গায় ভাল ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। ফলে ফোনে রিচার্জ করা বেশ দুর্বিসহ ব্যাপার হয়ে ওঠে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুবই কার্যকরী। এবার দেখে নেওয়া যাক এই তিনটি টেলিকম সংস্থার বিভিন্ন লং-টার্ম রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি। 



রিলায়েন্স জিও


বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। তাদের দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের মধ্যে রয়েছে ২০২৩ টাকার প্ল্যান। এর মেয়াদ ২৫২ দিন। প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন ইউজাররা। তার সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ ফ্রি এসএমএসের সুবিধা। এছাড়াও রয়েছে ২৫৪৫ টাকার লং-টার্ম রিচার্জ প্ল্যান। এর মেয়াদ ৩৩৬ দিন। আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি ১০০ এসএমএস (প্রতিদিন) এবং ১,৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে রোজ। জিও-র ২৮৭৯ টাকার প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। এখানে প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ এসএমএসের সুবিধা পাবেন ইউজাররা। ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদও ৩৬৫ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএসের সুবিধা। জিও নিউ ইয়ার অফার অনুসারে গ্রাহকরা ২৩ দিন অতিরিক্ত পরিষেবা পাবেন। সেখানে ৭৫ জিবি অতিরিক্ত হাই-স্পিড ইন্টারনেট পাওয়া যাবে। এই সমস্ত প্ল্যানের সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবন জিও সিকিউরিটি- এইসব সুবিধাও পাবেন ইউজাররা। 


ভোডাফোন-আইডিয়া



  • এখানে রয়েছে ১৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান যার মেয়াদ ১৮০ দিন। এখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। তাছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএসের সুবিধা (দৈনিক)। এই রিচার্জ প্ল্যান App Exclusive Plan হিসেবে ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাবেন ইউজাররা। 

  • ভোডাফোন-আইডিয়ার ১৭৯৯ টাকার প্ল্যানে প্রচুর ডেটা না পেলেও দীর্ঘমেয়াদ এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এর মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে ২৪ জিবি ডেটা এবং ৩৬০০ এসএমএসের সুবিধা পাবেন ইউজাররা।

  • ২৮৯৯ টাকার ভিআই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ এসএমএস এবং ৮৫০ জিবি ডেটা (দৈনিক ব্যবহারে সীমাবদ্ধতা নেই) পাবেন গ্রাহকরা। 

  • ৩০৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এখানে আনলিমিটেড কলিং, দৈনিক ১০০ ফ্রি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা, Disney+Hotstar Mobile- এর এজ বছরের সাবস্ক্রিপশন, প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা পাবেন ইউজাররা। 


১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান ছাড়া বাকি সব প্ল্যানে উইকেন্ড ডেটা রোলওভার, VI Movies and TV, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড মোবাইল ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। 


এয়ারটেল



  • এয়ারটেলের ১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৪ জিবি মোবাইল ডেটা পাবেন ইউজাররা। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এখানেও ৩৬০০ ফ্রি এসএমএসের সুবিধা রয়েছে। আর রয়েছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।

  • ২৯৯৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৬৫ দিন। দৈনিক ১০০ এসএমএস, ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ফিচার পাবেন ইউজাররা।

  • ভারতী এয়ারটেলের ৩৩৫৯ টাকার রিচার্জ প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ডেটার সঙ্গে ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন ইউজাররা। এছাড়াও এই প্ল্যানে Prime Video Mobile Edition এবং Disney+Hotstar Mobile- এর এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আর উল্লিখিত সমস্ত প্ল্যানে থাকবে উইঙ্ক মিউজিক, হ্যালো টিউনস এবং Apollo 24|7 Circle সাবস্ক্রিপশন। 


আরও পড়ুন- ভারতে লঞ্চের আগে রেডমি নোট ১২ ৫জি ফোনের স্পেসিফিকেশন ফাঁস, কী কী ফিচার থাকছে?