পুরনো মেজাজেই করোনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বাম নেতা। বলছেন, কতবড় শত্রুদের কুপোকাত করেছেন, করোনা আবার কী!
মঙ্গলবার ফেসবুকে তিনি জানিয়েছেন, শ্যামল চক্রবর্তীর ফুসফুসে সংক্রমণ কিছুটা কমলেও, কিডনি নিয়ে চিন্তায় আছেন চিকিৎসকরা।
স্বাভাবিকভাবেই বাবাকে নিয়ে চিন্তায় মেয়ে। বলছেন,'বাবাকে বলেছিলাম সুস্থ থেকো, পার্টি অফিসে যেও না। উনি রাজিও ছিলেন। কিন্তু আসলে জীবনে কিছুই নিয়ন্ত্রণ করা যায় না। কিছুই না।'
ব্যস্ত অভিনেত্রী তিনি। বর্তমানে জনপ্রিয় সিরিয়াল 'শ্রীময়ী'র অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর, চরিত্রটি নেগেটিভ শেডের হলেও বেশ জনপ্রিয়। তাই 'জুন আন্টি'কে নিয়ে মিমও যেমন শেয়ার হচ্ছে, তেমনই মানুষ জানতে চাইছেন, আইসোলেশনেই থাকবেন, নাকি শ্যুটিং করবেন তিনি।
সকলকে আশ্বস্ত করে ঊষসী লিখেছেন, হাসপাতালে বাবা 'যুদ্ধ' চালিয়ে যাচ্ছেন। তবে তিনি করোনা-নেগেটিভ হওয়ায় আইসোলেশন থেকে বেরিয়েছেন চিকিৎসকদের অনুমতি নিয়েই। কথা বলেছেন 'শ্রীময়ী'র প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শ্যুটিং-এ যোগ দেবেন। বাবাকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও 'মাথা ঠান্ডা রেখে পেশাদারি দক্ষতায় শ্যুটিং করবেন।'
সেই সঙ্গে ঊষসী জানিয়েছেন, আগামী ১২ অগাস্ট অনলাইনে পিএইচডির প্রি-সাবমিশন। তাঁর বিষয়, 'কমিউনিস্ট পার্টিতে মেয়েদের অবস্থা ও ভূমিকা(১৯৩৮ থেকে ১৯৭৭)'। বাবা এই দিনটি দেখতে চেয়ে এসেছেন বরাবর। মেয়ের ফেসবুক পোস্টে সেই আবেগেরই ছোঁয়া প্রতিটি বাক্যে।
এইসব কিছুর মধ্যেও 'জুন আন্টি'থাকবেন টিভি স্ক্রিনে। এই বার্তা ভাগ করে নিলেন ঊষসী।