পটনা: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সিবিআই তদন্তের সুপারিশ বিহার সরকারের। মঙ্গলবার এই খবর জানিয়েছেন বিহারের শাসক দল জেডিইইউ-র মুখপাত্র সঞ্জয় সিংহ।


জানা গিয়েছে, সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংহ রাজপুত। তিনি আর্জি জানান, মুখ্যমন্ত্রী যেন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।


এরপরই, মঙ্গলবার, সিবিআই তদন্তের সুপারিশ করেন নীতীশ। প্রসঙ্গত, এর আগে নিজেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন অভিনেতার বাবা। যদিও, দাবি খারিজ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।


অন্যদিকে, অভিনেতার মৃত্যুর তদন্ত ঘিরে বিহার ও মুম্বই পুলিশের সংঘাত চরমে। কোয়ারেন্টিনে থাকা তদন্তকারী অফিসারকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহন্মুম্বই পুরসভার কমিশনারকে চিঠি পটনার আইজি-র।


সূত্রের খবর, চিঠিতে উল্লেখ, সুশান্ত-মৃত্যুর তদন্তকারী অফিসার তথা পটনার এসপি বিনয় তিওয়ারিকে পুরসভা জোর করে কোয়ারেন্টিনে পাঠানোয় তদন্তে বাধা পড়েছে। মহারাষ্ট্র পুলিশকে আক্রমণ বিহার পুলিশের ডিজি-র।


সুশান্ত মৃত্যুর ৫০ দিন পর, তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, মহারাষ্ট্র পুলিশ তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বলে দাবি বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডের।


এদিকে, অভিনেতার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আজ বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে তা স্থগিত হয়ে যায়।


পাশাপাশি, সুশান্ত মৃত্যু তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আজ রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে তলব করেছে ইডি।