কলকাতা: তুমুল বিতর্কের মধ্য়ে এবার 'দ্য কেরালা স্টোরি' নিয়ে মুখ খুললেন এই ছবির অন্য়তম মুখ্য় অভিনেত্রী আদাহ শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ছবির গল্প সন্ত্রাসের কথা বলে, এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। আমি প্রতিটি ধর্মের প্রতি অত্য়ন্ত আস্থাশীল, তাই আমি কখনই অন্য কারোও ধর্মকে ছোট করব না। আমরা সকলেই এমন একটি দেশে বাস করি যেটি সমস্ত ধর্মকে আশ্রয় দেয় এবং আমার মনে হয়ে প্রত্য়েকের ধর্মকে সম্মান করা উচিত।”
তিনি আরও বলেন, 'আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি। এই ছবি সর্বত্র মুক্তি পাওয়া উচিত এবং দর্শকের ইতিবাচক ও নেতিবাচক দুধরণের মন্তব্যই গ্রহণ করা উচিত।'
আরও পড়ুন...
গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ১০ দিন পার করে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। ৯ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডিতে প্রবেশ করেছে এই ছবি। দ্বিতীয় রবিবার সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে ছবিটি। রবিবার এই ছবি মোট ২৩.৭৫ কোটি টাকা আয় করেছে যা এখনও পর্যন্ত একদিনের নিরিখে সবচেয়ে বেশি আয় ছবির। 'দ্য কেরালা স্টোরি' ১০ দিনের পর মোট ১৩৬ কোটি টাকা আয় করল। খুব শীঘ্রই এই ছবি ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
ছবিটি যদি ব্যবসার এই ধারা বজায় রাখতে পারে তাহলে খুব শীঘ্রই রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'কে টপকে যাবে। আপাতত রণবীর-শ্রদ্ধার ছবি এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে।
সূত্রের খবর, রবিবার বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' হিন্দি ভাষার অঞ্চলে ৫৪.৬৮ শতাংশ বুকিং পেয়েছিল। দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ। 'পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। তবে এখনও এই ছবি অপর বিতর্কিত ছবি বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'কে টক্কর দিতে পারেনি।