কলকাতা: প্রকাশ্যে এল আসন্ন ওয়েব সিরিজ (Web Series) 'লেডি ক্যুইন জেন্টস পার্লার'-এর (Lady Queen Gents Parlour) পোস্টার। ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডাটাইমস'-এ দেখা যাবে এই সিরিজ। যুবতী নিশিগন্ধা ও বৃদ্ধ মাধাই বাবুর গল্প বলবে এই সিরিজ। মুখ্য চরিত্রে মধুরিমা বসাক (Madhurima Basak) ও খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে এই দুই চরিত্রের স্যালোঁ (Salon) খোলার ইচ্ছাপূরণের গল্প ফুটে উঠবে সিরিজে।


প্রকাশ্যে 'লেডি ক্যুইন জেন্টস পার্লার' সিরিজের পোস্টার


২৬ অগাস্ট, শনিবার প্রকাশ্যে এল 'লেডি ক্যুইন জেন্টস পার্লার' ওয়েব সিরিজের পোস্টার। মধুরিমা বসাককে দেখা যাবে মুখ্য চরিত্রে। 'আড্ডাটাইমস'-এ সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।


পোস্টারে নিশিগন্ধা রূপে মধুরিমা বসাককে দেখা পাওয়া যাচ্ছে। পোস্টারে লেখা, 'পুরুষদের জন্য, মহিলাদের দ্বারা'। এর থেকেই পরিষ্কার যে বেশ মজার এবং আকর্ষণীয় গল্প নিয়ে আসতে চলেছে এই সিরিজ।


এই সিরিজের গল্প মূলত নিশিগন্ধা নামের এক মহিলাকে ঘিরে, যে চরিত্রে দেখা যাবে মধুরিমাকে। তাঁকে 'হসপিটালিটি ম্যানেজমেন্ট' পড়তে বিদেশে পাঠানো হয় এবং কিন্তু সেখানে শেষ পর্যন্ত 'হেয়ারস্টাইলিং' নিয়ে পড়াশোনা শেষ করে সে। তাঁর ইচ্ছা ও স্বপ্ন হচ্ছে একটি বুটিক স্যালোঁ খোলার, যেখানে সে কেবল পুরুষদের চুল কাটবে। কিন্তু 'হেয়ারস্টাইলিং'কে পেশা হিসেবে বাছতে চায় শুনে সমাজ তাঁর সঙ্গে বড় অদ্ভুত আচরণ করতে শুরু করে। শুধু তাই নয়, বাড়িতেও তাঁকে সমস্যার মুখে পড়তে হয়, যেখানে তাঁকে 'নাপিত' হিসেবে ডাকা শুরু করে দেওয়া হয়।


অন্যদিকে, অপর একটি পরিবারকে দেখা যাবে। সেই পরিবারের পিতৃস্থানীয় মাধাই বাবু, বেশ প্রসিদ্ধ 'হেয়ারস্টাইলিস্ট' যিনি চুল কেটে খুব আনন্দে দিন কাটান এবং তাঁর নিদের একটি স্যালোঁও আছে। এই চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। কিন্তু পরিবারের চাপে পড়ে নিজের স্যালোঁ তাঁকে বন্ধ করে দিতে হয়।


নিশিগন্ধার সঙ্গে যখন মাধাই বাবুর সাক্ষাৎ হয় তখন থেকে আসল গল্পের সূত্রপাত। তাঁরা সিদ্ধান্ত নেন, যে নিজেদের প্যাশন, স্যালোঁ খোলার জন্য তাঁরা যা যা প্রয়োজন, তাই তাই করবেন। মাধাই বাবুর বন্ধ হয়ে যাওয়া পুরনো স্যালোঁই পুনরায় চালু করা তাঁদের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। 


আরও পড়ুন: Bhanu Bandyopadhyay: ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে প্রকাশ্যে নতুন পোস্টার, শীতে আসছে 'যমালয়ে জীবন্ত ভানু'


প্রসঙ্গত, এই সিরিজের হাত ধরে 'আড্ডাটাইমস'-এর সঙ্গে দ্বিতীয় ওয়েব সিরিজে কাজ করবেন মধুরিমা বসাক। তাঁর এখানে প্রথম কাজ ছিল 'জেন্টলম্যান'। 'লেডি ক্যুইন জেন্টস পার্লার'-এর পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মানসী সিন্হা, জোই দেব রায়, রোহন ভট্টাচার্য প্রমুখ। সিরিজের সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন সপ্তক সানাই দাস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial