কলকাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। আর মুক্তির পর থেকেই একের পর এক ইস্য়ুতে সমালোচনার জর্জরিত হয়েছে এই ছবি। 


এতদিন পর্যন্ত ২০২৩ সালে প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ছিল 'পাঠান'। আয়ের পরিমাণ ছিল ১০৬ কোটি। তবে এই হিসেব মিলে গেলে, এবার 'পাঠান'কে পিছনে ফেলে শীর্ষে উঠবে 'আদিপুরুষ'। শেষ পাওয়া খবর জানা যাচ্ছে, বিশ্বব্য়াপী ২০০ কোটি টাকার ব্য়বসা করেছে এই ছবি। শাহরুখ খানের ছবি মোট ১০০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছিল। সেই রেকর্ড এই ছবি ভাঙতে পারে কি না, এখন সেটাই দেখার। 


আরও পড়ুন...Benefit of Zinc: প্রতিদিনের খাবারে জিঙ্ক বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা! কখন কী খাবেন?


বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করলেও এই বহু প্রতীক্ষিত ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, 'শুরুর দিকে ছবিটা তেমন জমাটি লাগে না। ছবির সঙ্গে দর্শকের সংযোগ তৈরি হয় না। কিন্তু হনুমান যখন পর্দায় আসে, তখন থেকে ছবিটা তবুও একটু আকর্ষণীয় হয়ে ওঠে। তবে ততটাও না যতটা রামায়ণ ধারাবাহিক আকর্ষণীয় লাগত। কোনও চরিত্রই তেমন করে মন ছোঁয় না যতটা দর্শকের আশা ছিল। আর খারাপ ভিএফএক্স দর্শকের আকর্ষণ কয়েক গুণ কমিয়ে দেয়। যদি এত টাকা খরচ করে যদি এত খারাপ ভিএফএক্স তৈরি হয়, তাহলে ভাবতে অবাক লাগে সেইসময়ে রামানন্দ সাগর কীভাবে এতটা আকর্ষণীয় ধারাবাহিক তৈরি করেছিলেন। কিছু সংলাপ এমনভাবে বলা হয়েছে, যেটা শুনেও অবাক লাগে। ছবির মধ্যে থেকে বিশ্বাসযোগ্যতাকেই কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে। ছবিতে যুদ্ধের দৃশ্যগুলি এমনভাবে ফিল্মিং করা হয়েছে যে মনে হচ্ছে জম্বিরা লড়াই করছে। হয়তো এই সমস্ত দৃশ্যে একটা হলিউডের আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা করতে গিয়ে বলিউডের ধাঁচও কার্যত গায়েব হয়ে গিয়েছে। ছবিতে অনেকবার শ্রী রামের নাম শোনা ছাড়া আর কিছুই ভাল লাগার নেই।'


উল্লেখ্য়, ছবি মুক্তির আগেই জানা গেছিল যে শো চলাকালীন প্রেক্ষাগৃহে ভগবান হনুমানের জন্য আসন সংরক্ষণ করা হবে। পরিচালক ওম রাউত প্রেক্ষাগৃহের মালিকদের অনুরোধ করেছিলেন ভগবান হনুমানের জন্য যাতে একটি আসন খালি রাখা হয়। আর সেই অনুরোধই পূর্ণ করলেন হল মালিকেরা। একাধিক প্রেক্ষাগৃহে ভগবান হনুমানের উদ্দেশ্য় খালি রাখা হল আসন। আর সেই ছবিই নিজের ট্য়ুইটারে শেয়ার করে নিলেন ছবির পরিচালক।