নয়াদিল্লি: চলতি বছরেই মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। আর মুক্তির দিন থেকেই একের পর এক সমালোচনার সম্মুখীন হয়ে চলেছে এই ছবি। প্রবল কটাক্ষের শিকার হন ছবির সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির (Manoj Muntashir)। এবার সোশ্যাল মিডিয়ায় 'নিঃশর্ত' ক্ষমা (uncoditional apology) চাইলেন তিনি। নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি স্বীকার করে নিলেন যে এই ছবি মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে। 


'নিঃশর্ত' ক্ষমা চাইলেন মনোজ মুনতাশির


এদিন সোশ্যাল মিডিয়ায় হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় পোস্ট করে ক্ষমা চেয়ে নেন মনোজ মুনতাশির। তিনি লেখেন, 'আমি মেনে নিচ্ছি যে 'আদিপুরুষ' ছবির দ্বারা সাধারণ মানুষের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে। হাত জোড় করে আমি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রভু বজরংবলি যেন আমাদের একত্রিত রাখেন এবং অটুট থেকে আমরা যেন পবিত্র সনাতন ও মহান দেশের সেবা করার শক্তি দেন।'


 






সেই বার্তায় জবাব দিয়েছেন সাধারণ মানুষ। একজন লেখেন, 'যাই হোক, দেরিতে হলেও সই। বজরংবলী যেন আপনাকে শক্তি দেন।' অপর একজন লেখেন, 'কখনও কখনও ভাল মানুষের হাত দিয়েও ভুল হয়ে যায়। কিন্তু আপনার ক্ষমাপ্রার্থনা প্রমাণ করে যে আপনি সত্য সনাতনি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।'


ওম রাউত পরিচালিত, 'আদিপুরুষ' ছবিটি হিন্দু মহাকাব্য 'রামায়ণ'-এর ওপর ভিত্তি করে তৈরি। ছবিটি মুক্তির আগে আলোচনার শীর্ষে তো ছিলই, কিন্তু মুক্তির পর অজস্র সমালোচনা ও কটাক্ষের শিকার হয় এই ছবি। দর্শক থেকে সমালোচক, সকলেই প্রায় ছবির বিশেষ কিছু সংলাপের বিরুদ্ধে সরব হন। 'মরেগা বেটা', 'বুয়া কা বগিচা হ্যায় কেয়া' বা 'জলেগি তেরে বাপ কি' ইত্যাদি ধরনের কিছু সংলাপে প্রবল আপত্তি তোলেন দর্শকবৃন্দ। 


প্রবল সমালোচনা ও নেতিবাচক রিভিউয়ের মুখে পড়ে ছবির নির্মাতারা সংলাপ সংশোধন করেন। কিন্তু ততদিনে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ছবির পরিচালক, প্রযোজক ও লেখকের বিরুদ্ধে অভিযোগ করে মামলা দায়েরের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুম্বই পুলিশকে চিঠিও পাঠানো হয় 'অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন'-এর তরফে। 


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?


'আদিপুরুষ' ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দেখা গেছে প্রভাসকে। সীতার চরিত্রে কৃতী শ্যানন, লক্ষ্মণের চরিত্রে সানি সিংহ ও লঙ্কেশ রাবণের চরিত্রে অভিনয় করেন সেফ আলি খান। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial