নয়াদিল্লি: ৬ জুন তিরুপতিতে (Tirupati) মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' ছবির ফাইনাল ট্রেলার (Adipurush Final Trailer)। জাঁকজমকপূর্ণ প্রি-রিলিজ ইভেন্টে (pre-release event) প্রকাশ্যে আসে ছবির অ্যাকশন ট্রেলার। সবই ভালর মধ্যে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ছবির। ইভেন্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কৃতী শ্যাননের গালে চুম্বন করতে দেখা গেছে পরিচালককে। সেই থেকেই বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়। 


ফের বিতর্কের সূত্রপাত 'আদিপুরুষ'কে ঘিরে


প্রথম বিতর্কের সূত্রপাত হয় ছবির টিজার মুক্তি পাওয়ার। বিতর্ক ও সমালোচনার তেজ এতই ছিল যে ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হন নির্মাতারা। তখন কাঠগড়ায় ওঠে ছবির 'নিম্নমানের ভিএফএক্স'। সেই প্রসঙ্গ মিটলেও আবারও বিতর্ক ছড়াল এই ছবিকে ঘিরে। 


সম্প্রতি 'আদিপুরুষ' ছবির গোটা টিম হাজির হয় তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা ইউনিভার্সিটি স্টেডিয়ামে। ৬ জুন সেখানেই মুক্তি পায় ছবির সর্বশেষ ট্রেলার। উপস্থিত ছিলেন প্রভাস, কৃতী শ্যানন, ছবির পরিচালক ওম রাউত প্রমুখরা। 


এই ইভেন্ট থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে কৃতী ও ওম রাউত। মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিতে যান তাঁরা। পুজো সেরে গাড়িতে ওঠার পথে বিদায়বেলায় দেখা যায় ওম রাউত কৃতীর গালে চুম্বন করছেন। 


 






এই ভিডিওই বিতর্কের উদ্রেক করেছে সোশ্যাল মিডিয়ায়। নেতিবাচক একাধিক মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁদের। শুধু নেটিজেনরাই নন, এই ঘটনাকে 'নিন্দনীয়' বলে ব্যক্ত করেছেন মন্দিরের প্রধান পুরোহিতও। তিনিন কটাক্ষ করে জানিয়েছেন যে কোনও স্বামী-স্ত্রীও মন্দিরে একসঙ্গে যান না। তাঁর কথায়, 'আপনাদের এই আচরণ রামায়ণ ও সীতার প্রতি অপমানের সমান'। 


অন্যদিকে এই ঘটনার নিন্দা করেছেন অন্ধ্রপ্রদেশে বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নায়ডু নাগথুও। তবে সেই ট্যুইট তিনি পরে সরিয়ে নেন। ট্যুইট করে তিনি লিখেছিলেন, 'সত্যিই কি আপনাদের অশ্লীলতা একটি পবিত্র স্থানে আনার প্রয়োজন ছিল? তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের সামনে চুম্বন এবং আলিঙ্গনের মতো ভালবাসার প্রকাশ্য প্রদর্শনে জড়িত হওয়াকে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করা হয়।'



ছবি সৌজন্য: এবিপি লাইভ


প্রসঙ্গত, 'U' সার্টিফিকেট পেল প্রভাস ও কৃতীর 'আদিপুরুষ'। এই ছবির হিন্দি ভাষায় মোট দৈর্ঘ্য ১৭৯ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৫৯ মিনিট। 'আদিপুরুষ' ছবিটি একটি পৌরাণিক ড্রামা ঘরানার ছবি যা মহাকাব্য রামায়ণের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। শ্রীরামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যাননকে, লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে সানি সিংহকে। অন্যদিকে সেফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে। 


আরও পড়ুন: Hair Growth: লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার


সম্প্রতি 'আদিপুরুষ' ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। এই ট্রেলারের দৈর্ঘ্য ২ মিনিট ২৪ সেকেন্ড। এই ট্রেলারের শুরুতে দেখা যায় জানকীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে রাবণ। তাঁকে চ্যালেঞ্জ করছেন রাম, 'আসছি ন্যায়ের ২ পা দিয়ে অন্যায়ের ১০ মাথা কুচিয়ে দিতে।' অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।