কলকাতা:  মুক্তির পরই 'আদিপুরুষ' (Adipurush) জায়গা করে নিয়েছে দর্শকের মনে। ছবি মুক্তির আগেই জানা গেছিল যে শো চলাকালীন প্রেক্ষাগৃহে ভগবান হনুমানের জন্য আসন সংরক্ষণ করা হবে। পরিচালক ওম রাউত প্রেক্ষাগৃহের মালিকদের অনুরোধ করেছিলেন ভগবান হনুমানের জন্য যাতে একটি আসন খালি রাখা হয়। আর সেই অনুরোধই পূর্ণ করলেন হল মালিকেরা। একাধিক প্রেক্ষাগৃহে ভগবান হনুমানের উদ্দেশ্য় খালি রাখা হল আসন। আর সেই ছবিই নিজের ট্য়ুইটারে শেয়ার করে নিলেন ছবির পরিচালক।



পরিচালক ওম রাউত বলেছিলেন, 'বিশ্বের সর্বত্র, যেখানেই 'আদিপুরুষ' (Adipurush) শো আছে, আমি প্রযোজক এবং পরিবেশককে হনুমান জির জন্য একটি আসন রাখার অনুরোধ করছি. তিনি রামায়ণ দেখতে আসবেন।'


আরও পড়ুন...


Do You Know: চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!


প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush) মুক্তি পেয়েছে ১৬ জুন। প্রাথমিক হিসেব অনুযায়ী এই ছবি দেশে প্রথম দিনেই ৯৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 


একাধিক ইন্ডাস্ট্রি ট্র্যাকার অনুযায়ী এই ম্যাগনাম ওপাস (Adipurush) সবচেয়ে বেশি আয় করেছে তেলুগু বাজারে। সেখানে এই ছবির আয়ের পরিমাণ প্রায় ৫৮.৫ কোটি টাকা। অন্যদিকে তামিল ও মালয়লম ভাষায় এই ছবি যথাক্রমে ৭০ লক্ষ ও ৪০ লক্ষ আয় করেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হিন্দিতে এই ছবির আয়ের পরিমাণ মনে করা হচ্ছে ৩৫ কোটির কাছাকাছি। 


অন্যদিকে দেশের বাইরেও এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে প্রথম দিনে। প্রযোজক ও বিজনেস এক্সপার্ট গিরিশ জোহরের মতে আন্তর্জাতিক বাজারে এই ছবি প্রায় ৩৫ কোটি আয় করেছে। ফলে প্রাথমিক হিসেবে প্রথম দিনের শেষে এই ছবির সব মিলিয়ে আয়ের পরিমাণ ছিল ১৩৩ কোটি টাকা। 


আরও পড়ুন...


Rosemary Tea: রোজমেরি টি, এই বিশেষ চা কীভাবে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী?


এতদিন পর্যন্ত ২০২৩ সালে প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ছিল 'পাঠান'। আয়ের পরিমাণ ছিল ১০৬ কোটি। তবে এই হিসেব মিলে গেলে, এবার 'পাঠান'কে পিছনে ফেলে শীর্ষে উঠবে 'আদিপুরুষ'। শাহরুখ খানের ছবি মোট ১০০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছিল। সেই রেকর্ড এই ছবি ভাঙতে পারে কি না, এখন সেটাই দেখার।