নয়াদিল্লি: আগামী শুক্রবার, ১৬ জুন মুক্তি পেতে চলেছে ওম রাউত (Om Raut) পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush)। বহু প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে দেখা মিলবে রাম রূপে প্রভাস (Prabhas) ও জানকী রূপে কৃতী শ্যাননের (Kriti Sanon)। ১১ জুন, অর্থাৎ রবিবার শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং (Advance Ticket Booking)। প্রথম দিনে কত টাকার টিকিট বিক্রি হল?


অগ্রিম বুকিং শুরু হল 'আদিপুরুষ' ছবির টিকিটের


প্রেক্ষাগৃহে আসতে এখনও দিন পাঁচেক বাকি। ইতিমধ্যেই ভারতের বাজারে শুরু হয়ে গিয়েছে 'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিং। বিদেশে আরও আগে শুরু হয়ে গিয়েছিল অ্যাডভান্স বুকিং এবং তাতে বিপুল পরিমাণ সাড়া পেয়েছিলেন ছবির নির্মাতারা। ফলে আশা ছিল আগে থেকেই।


ঘোষণা হয়েছিল আগেই, সেই অনুযায়ী, ১১ জুন ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে যায় এবং এখনও পর্যন্ত প্রতিক্রিয়া বেশ আশাব্যঞ্জক। রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওম রাউত পরিচালিত, ভূষণ কুমার প্রযোজিত ছবির ১৮ হাজার টাকার টিকিট বিক্রয় হয়েছে। এটি শুধুমাত্র তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেন 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এর মিলিত হিসেব। এছাড়া একাধিক সিঙ্গল স্ক্রিনও রয়েছে। নির্মাতাদের আশা এই অঙ্ক ২৩ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছে গেছে মধ্যরাত পর্যন্ত। 


রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হিসেব অনুযায়ী, টিকিট বিক্রির পরিমাণের নিরিখে প্রথম সারিতে রয়েছে 'পিভিআর' ও 'আইনক্স'। এখানে টিকিট বিক্রির পরিমাণ যথাক্রমে ৮,৮০০ ও ৬,১০০। অন্যদিকে সিনেপলিসে বিক্রি হওয়া টিকিটের পরিমাণ ৩৫০০। এই ধারা বেশ ভালই, কারণ দুপুর ১২টার মধ্যে মোট টিকিট বিক্রির পরিমাণ ছিল ৭৮০০, অর্থাৎ বাকি টিকিট বিক্রি হয়েছে তার পরের ৬ ঘণ্টায়। 


এছাড়া বেশ কিছু তারকা এই ছবির 'বাল্ক' অর্থাৎ একসঙ্গে বিপুল পরিমাণ টিকিট বুক করেছেন। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে সেই সংখ্যা ধরে এই হিসেব কি না। সপ্তাহান্তের হিসেব করলে, 'আদিপুরুষ' উত্তরে ৩৫ হাজার টিকিট বিক্রি করেছে তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে। ছবির মুক্তির দিনেই ৬০ শতাংশ বিক্রি হয়েছে প্রায়। তবে এই পুরো হিসেবটাই শুরু হিন্দি সংস্করণের ক্ষেত্রে। ছবি মুক্তি পাবে তেলুগু, তামিল, মালয়লম ও কন্নড় ভাষাতেও।


আরও পড়ুন: Summer Skin Care: গরমের মরসুমে রোদের তেজে র‍্যাশের সমস্যা, মুক্তি পেতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial