নয়াদিল্লি: অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) শুভ লগ্নে প্রকাশ্যে এল 'আদিপুরুষ' (Adipurush) ছবির নতুন লিরিকাল টিজার পোস্টার (Lyrical Teaser Poster)। যেখানে রাম রূপে প্রভাসের (Prabhas) লুক এল প্রকাশ্যে। গমগমে থিম গানে পাঁচ ভাষা, হিন্দি (Hindi), তেলুগু (Telugu), তামিল (Tamil), মালয়লম (Malayalam) ও কন্নড়ে (Kannada) শোনা গেল 'জয় শ্রী রাম' (Jai Shri Ram)। পোস্টারটি পরাক্রমশালী শ্রী রামকে তাঁর সমস্ত মহিমায় মূর্ত করে বীরত্ব ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায়।
প্রকাশ্যে 'আদিপুরুষ' ছবিতে প্রভাসের প্রথম লুক
রামের বেশে প্রভাসের লুক প্রকাশ করার জন্য অক্ষয় তৃতীয়াকে বেছে নিলেন নির্মাতারা। ২২ এপ্রিল, শনিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পাঁচটি ভিন্ন ভাষায় তৈরি এই টিজার পোস্টার শেয়ার করেন পর্দার রাম। ক্যাপশনে লেখেন, 'আপনি যদি চার ধামে না যেতে পারেন, তাহলে কেবল প্রভু শ্রী রামের নাম উচ্চারণ করুন। জয় শ্রী রাম। লিরিক্যাল মোশন পোস্টার প্রকাশ্যে এল।' প্যান ইন্ডিয়া এই ছবির হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম, এই পাঁচ ভাষায় মুক্তি পেয়েছে পোস্টার।
নির্মাতারা এই পবিত্র লঞ্চের মাধ্যমে অক্ষয় তৃতীয়ার উত্সবকে আরও বেশি স্পেশাল করে তুলেছেন। এই গান তৈরি করেছেন অজয়-অতুল, যাঁরা ভক্তিমূলক মিউজিক কম্পোজ করার জন্য বিশেষ খ্যাত। এবারেও তাঁদের সৃষ্টির মাধ্যমে দর্শক শ্রোতার গায়ে কাঁটা ধরাতে তৈরি তাঁরা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির পরিচালক ওম রাউত এক বিশেষ খবর দেন। এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে নিউ ইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে, ১৩ জুন। একটি পোস্টারে যা তিনি এই খবরের সঙ্গে শেয়ার করেন, সেখানে প্রভাসকে রাঘব হিসাবে দেখা যায়, হাতে উৎক্ষেপনের জন্য ধনুক এবং তীর নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। ট্রিবেকা ফেস্টিভ্যাল ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ'-এর টি সিরিজ, ভূষণ কুমার, কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও 'রেট্রোফাইলস'-এর রাজেশ নায়ার প্রযোজিত। বিশ্বজুড়ে এই ছবি ১৬ জুন মুক্তি পাবে। ছবিতে প্রভাসকে রাঘবের চরিত্রে, কৃতী শ্যাননকে জানকীর চরিত্রে ও সেফ আলি খানকে লঙ্কেশের চরিত্রে দেখা যাবে। সানি সিংহকে দেখা যাবে লক্ষ্মণের চরিত্রে ও দেবদত্ত নাগকে দেখা যাবে হনুমানের চরিত্রে। প্রসঙ্গত, এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের চরিত্রের লুক নিয়ে তৈরি হয়েছিল একাধিক বিতর্ক।