কলকাতা: আগামী ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের ছবি 'আদিপুরুষ' (Adipurush)। তবে ছবি মুক্তির অনেক আগে থেকেই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ। বলিউডসূত্রে খবর, গোটা দেশজুড়ে হট কেকের মত বিক্রি হচ্ছে এই ছবির (Adipurush) টিকিট। নির্মাতাদের আশা, বক্সঅফিসে নজির গড়বে এই ছবি। এরই মধ্য়ে জানা যাচ্ছে যে, দিল্লি-মুম্বইয়ের মত মেট্রো শহরে ২ হাজার টাকাতেও বিক্রি হয়েছে এই ছবির টিকিট। 


আরও পড়ুন...


Vastu Tips : নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !


'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ কত?


ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান, সানি সিংহ ও দেবদত্তা নাগ। ভারতীয় মহাকাব্য 'রামায়ণ'-এর নির্ভর করেই তৈরি এই ছবির প্রেক্ষাপট। রাম, সীতার গাঁথাই ফুটে উঠবে সিনেমার পর্দায়। ছবির টিকিট বিক্রির কথা যদি ধরা হয়, ট্রেন্ড এখনও ইতিবাচক, তবে দুর্দান্ত সফল শুরুর জন্য নাাটকীয় উত্থান প্রয়োজন টিকিট বিক্রির পরিমাণে। 


প্রাথমিক হিসেব অনুযায়ী, 'আদিপুরুষ' (Adipurush) ছবির হিন্দি থ্রিডি ভার্সন ইতিমধ্যেই ২.৮০ কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে। অধিকৃত সিট ছাড়া এই হিসেব। এর অর্থ প্রায় ৮০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ছবির হিন্দি টুডি ভার্সনের বিক্রি হওয়া টিকিট থেকে এখনও আয়ের পরিমাণ ১৮ লক্ষ টাকা। ছবির তেলুগু সংস্করণে বিক্রি হয়েছে ৬৪ লক্ষ টাকার টিকিট বুক। অগ্রিম বুকিংয়ে মোটামুটি ৩.৬৫ কোটি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে।


ছবির মুক্তির আগে বিশেষ ঘোষণা করা হয় নির্মাতাদের তরফে। প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে আসন বরাদ্দ থাকবে বজরংবলীর জন্য (dedicating one seat to Lord Hanuman)। বিক্রি হবে না সেই আসনের টিকিট। সম্প্রতি 'আদিপুরুষ' নির্মাতাদের তরফে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। বিবৃতির মাধ্যমে তাঁরা জানিয়েছেন, 'যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের প্রতি সম্মান রেখে, প্রত্যেক প্রেক্ষাগৃহ যেখানে প্রভাসের রাম-অভিনীত আদিপুরুষ দেখানো হবে, সর্বত্র একটি করে আসন সংরক্ষিত রাখা হবে রামভক্ত হনুমানের জন্য, বিক্রি করা হবে না সেই আসন। রামের সর্বশ্রেষ্ঠ ভক্তকে শ্রদ্ধা জানানোর ইতিহাস শুনুন। আমরা অজানা রাস্তায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। আমাদের সকলেই ভগবান হনুমানের সান্নিধ্যে অতি জাঁকজমকের সঙ্গে নির্মিত আদিপুরুষকে দেখা উচিত।'