কলকাতা: তাঁর গান মনে শান্তি আনে.. ভরিয়ে তোলে ভাললাগায়। কিন্তু হঠাৎ ছেদ পড়েছে সেই সুরমূর্ছনায়। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi)। গলায় সংক্রমণ হওয়ার ফলে, চিকিৎসকের পরামর্শে শো বাতিল করতে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবরই জানিয়েছেন অদিতি। অরিজিৎ সিংহ (Arijit Singh) মানেই তো একের পর এক চমক। সম্প্রতি, দুবাইতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই মঞ্চে উঠে নিজের নতুন গানের কথা ঘোষণা করলেন অরিজিৎ.. শোনালেন নতুন গানের ঝলকও। জোয়া আখতারের নতুন ছবি 'দ্য আর্চিজ'-এ শোনা যাবে অরিজিতের গান। দুবাইয়ের অনুষ্ঠানে সেই গানের ঝলক শুনিয়েই চমকে দিলেন অরিজিৎ। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অর্জুন
অভিনয় জগতে প্রবেশ ধারাবাহিকের হাত ধরেই.. তারপরে পর্দা, ওয়েব সিরিজে সাফল্য পেয়েছেন তিনি। কাজ করেছেন মঞ্চেও। দীর্ঘ সময় পরে, ফের ধারাবাহিকে পা রাখছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে দেখা যাবে অভিনেতাকে। সামনে নতুন ছবির কাজ.. ইতিমধ্যে হঠাৎ কেন ধারাবাহিকে আসার সিদ্ধান্ত? অর্জুন বলছেন, 'সিনেমা বা ওয়েব সিরিজে যে ভীষণ ভাল কাজ হচ্ছে, তেমনটা নয়। নিয়মিত অভিনয়ের মধ্যে থাকার জন্যই এই সিদ্ধান্ত। ব্যস্ত থাকা আর অভিনয়, এই দুইই আমার প্রিয়। সেই কারণেই ধারাবাহিকে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছিলাম। এসভিএফের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমায় ওরাই এই ধারাবাহিকটা অফার করেছিল। আইডিয়াটা আমার ভালই লাগে। 'অনুরাগের ছোঁয়া' এমনিতেই জনপ্রিয় ধারাবাহিক, সেখানে নতুন চরিত্র হিসেবে আমায় দেখা যাবে।' এই ধারাবাহিকে অর্জুন একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন। স্কুলজীবন থেকেই অর্জুনের দীপার ওপর দুর্বলতা ছিল, তবে তা কখনও প্রকাশ করেনি অর্জুন। এই পথেই এগিয়ে যাবে গল্প। অভিনেতা বলছেন, 'আমার চরিত্রটা সবাইকে মাতিয়ে রাখতে পারে। অনেক বছর পরে স্কুলের একটা পূনর্মিলনের জন্য দেশে ফিরেছে আমার চরিত্র। স্কুলের সেই অনুষ্ঠানেই দীপার সঙ্গে আমার দেখা। সেখান থেকেই আমার চরিত্রের সফর শুরু।'
মঞ্চেই দর্শকদের জন্য চমক, কী ঘটেছিল অরিজিতের দুবাইয়ের শো-তে?
অরিজিৎ সিংহ (Arijit Singh) মানেই তো একের পর এক চমক। সম্প্রতি, দুবাইতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই মঞ্চে উঠে নিজের নতুন গানের কথা ঘোষণা করলেন অরিজিৎ.. শোনালেন নতুন গানের ঝলকও। জোয়া আখতারের নতুন ছবি 'দ্য আর্চিজ'-এ শোনা যাবে অরিজিতের গান। দুবাইয়ের অনুষ্ঠানে সেই গানের ঝলক শুনিয়েই চমকে দিলেন অরিজিৎ। সদ্য মুক্তি পেয়েছে 'দ্য আর্চিজ' (The Archies) সিনেমাটির ট্রেলার। আর এবার, দুবাইয়ের অনুষ্ঠানের মঞ্চে সেই ছবির গান গেয়ে তাক লাগিয়ে দিনের অরিজিৎ। এদিন মঞ্চে একের পর এক জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। অরিজিতের শো মানেই সেখানে থাকে নতুন কিছু না কিছু চমক। এদিন শো-তে অরিজিত তাঁর গানের তালিকায় রেখেছিলেন একাধিক জনপ্রিয় গান। মূলত হিন্দি গানই এদিন শোনান অরিজিৎ। তবে এর মধ্যে থাকে দর্শকদের অনুরোধের কিছু গানও। অন্যান্য লাইভ শো-এর মতো, এদিনও দর্শকদের অনুরোধের গান শুনিয়ে মঞ্চ মাতান শিল্পী। কিন্তু এরপরে, ‘ইন রাহোঁ মেঁ’ গানটি গেয়ে শোনানো ছিল উপরি পাওনা। ইংরাজিতে যাকে বলে "Cherry on top"।
একের পর এক শো বাতিলের ঘোষণা অদিতির
তাঁর গান মনে শান্তি আনে.. ভরিয়ে তোলে ভাললাগায়। কিন্তু হঠাৎ ছেদ পড়েছে সেই সুরমূর্ছনায়। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi)। গলায় সংক্রমণ হওয়ার ফলে, চিকিৎসকের পরামর্শে শো বাতিল করতে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবরই জানিয়েছেন অদিতি। সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করে অদিতি লেখেন, 'শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার স্থির বিশ্বাস আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব তাড়াতাড়ি আবার আপনাদের গান শোনাতে ফিরে আসব।' সেই সঙ্গে অদিতি ছবির মধ্যে কয়েকটি লাইন লিখে দিয়েছেন। সেখানেই বিস্তারিত রয়েছে তাঁর অসুস্থতার কথা। অদিতি জানিয়েছেন, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মনের জোরে তিনি ভেবেছিলেন অনুষ্ঠান করবেন। আসলে দীর্ঘদিন আগে থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই শিল্পী চেয়েছিলেন সেগুলি করতে। তবে মনের জোরে বাধ সেধেছে শরীর। কথাও বলতে পারছেন না তিনি। আর তাই, চিকিৎসকের পরামর্শে আপাতত গান গাওয়া স্থগিত রেখেছেন শিল্পী। ডানকুনি, চন্দননগর, কদমপুর ও বাবুঘাটে শো করার কথা ছিল শিল্পীর। সবকটিই বাতিল করতে হয়েছে তাঁকে। তবে সেই সঙ্গে অদিতি ভরসা দিয়েছেন, তিনি খুব তাড়াতাড়িই ফিরে আসবেন মঞ্চে, শোনাবেন হরিনাম।
পর্দায় একসঙ্গে আসতে চলেছেন টাইগার থ্রি-র জ়োয়া ও উরির বিহান?
সদ্য মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত টাইগার থ্রি। দীপাবলিতে যে ছবিতে ফের বড় পর্দায় দেখা গিয়েছে ভাইজানের সঙ্গে ক্যাটরিনা কাইফকে। ছবিতে তিনি পাকিস্তানি স্পাই জ়োয়ার ভূমিকায়। এবার কি উরি-খ্যাত ভিকি কৌশলের সঙ্গে পর্দায় একসঙ্গে আসতে চলেছেন জ়োয়া ক্যাটরিনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং ক্যাটরিনা। জানিয়েছেন, ভিকির উরির চরিত্রের সঙ্গে পর্দায় যদি জ়োয়ার রসায়ন দেখানো যায়, তাহলে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। বলে রাখা যাক, ক্যাটরিনা বাস্তবে ভিকির স্ত্রী। উরি ছবি থেকেই খ্যাতির চূড়োয় পৌঁছন ভিকি। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ওপর নির্মিত সিনেমায় ভিকির চরিত্রের নাম হয়েছিল বিহান শেরগিল। পর্দায় যদি বিহানের সঙ্গে জ়োয়াকে একসঙ্গে আনা যায়, তাহলে দর্শকরা সেটি পছন্দ করবেন বলেই ধারণা ক্যাটরিনার। দর্শকরা যে পর্দায় ভিকি-ক্যাটরিনার রসায়ন উপভোগ করবেন, সে ব্যাপারে নিশ্চিত অভিনেত্রী।
বিশ্বকাপ ফাইনালের দিনে 'ধসের মুখে' সলমনের টাইগার ৩ !
দীপাবলিতে গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল টাইগার ৩। তার ঠিক পরের রবিবারই ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। অর্থাৎ গতকাল ছিল রবিবার। সারা দেশে মেতেছিল মূলত ভারত ও অস্ট্রেলিয়ার খেলা নিয়েই। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা ফাইনাল দেখার জন্য ভিড় জমিয়েছিল স্টেডিয়ামেই। আর গত পরশু, অর্থাৎ শনিবার এই আশঙ্কাতেই টাইগার ৩ এর মঞ্চ থেকে সলমান বলেছিলেন, 'ভারত জিতবে। আর তারপর আপনারা সবাই থিয়েটারে ফিরে আসবেন।' এদিকে শেষ রক্ষা হয়নি। জয়ী হতে পারেনি ভারত। কিন্তু দেখতে দেখতে সোমবার। বলাইবাহুল্য যেহেতু গতকাল ছিল ছুটির দিন। স্বাভাবিকভাবেই এইদিনগুলিতে অপেক্ষাকৃত প্রেক্ষাগৃহগুলিতে ভিড়ে ঠাসা থাকে। আয়ের সম্ভাবনাও বেশি থাকে। কিন্তু বিশ্বকাপ ফাইনাল শেষ অবধি টাইগার ৩ -কে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাল ? বক্সঅফিসের ব্যবসায় এল কতটা হেরফের ? এনিয়ে মুখ খুলেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ স্পষ্ট জানিয়েছেন, রবিবার ব্যবসার একটা বড় অংশ হারিয়ে বড়সড় ক্ষতির মুখে টাইগার ৩। গত শুক্রবার ১৩ কোটি, শনিবার ১৮.২৫ কোটি আয় করেছে টাইগার ৩। এবং রবিবার সেই আয় নেমে গিয়ে দাঁড়িয়েছে ১০.৩৫ কোটি টাকায়। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ২২৪.৫০ কোটি টাকা ঘরে তুলেছে সলমন খানের টাইগার ৩। যদিও ব্যবসার গ্রাফ যে নামতে পারে, আশঙ্কাটা আগেই করা হয়েছিল। আর সেই আশঙ্কাই সত্যি হল এবার।