কলকাতা: দমদমের বাড়ি থেকে শান্তিনিকেতন, পরে ইন্ডিয়ান আইডল। মুম্বইয়ের এই টেলিভিশন মঞ্চে তাঁর সরব আত্মপ্রকাশ। এমনটাই ছিল অদিতির সাঙ্গিতীক যাত্রার সংক্ষিপ্ত পথ। অদিতি পাল। সম্প্রতি গান গাইলেন মেগাহিট ছবি বাহুবলী-২ তে।
এর আগে গোবিন্দ নিহালনীর মরাঠি ছবিতে গান গাওয়া। সেই গান গেয়ে মহারাষ্ট্র প্রদেশ সম্মান পান অদিতি। ২০১২-তে সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’-তে প্লে-ব্যাক সিঙ্গার ছিলেন অদিতি। এ আর রহমানের সঙ্গে মিউজিক্যাল ট্যুর- কোক স্টুডিওতে অংশ নেওয়া অদিতিকে সমৃদ্ধ করেছিল। রজনীকান্তের ‘লিঙ্গা’ ছবিতেও গান গেয়েছেন অদিতি। বাহুবলী-২ ও এই যাত্রাপথে অদিতির নতুন পদক্ষেপ। গান শুনে তারিফ করেন স্বয়ং আশা ভোঁসলে। অদিতি এখন স্বামী সুচিন্তর সঙ্গে মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা। চলছে গান নিয়ে নতুন পথ চলা।
বাহুবলী-২ তে গাইলেন বাংলার অদিতি পাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 11:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -