কলকাতা: প্রথম বিয়ে মন্দিরে, আর এবার রাজকীয়ভাবে দ্বিতীয় বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) ও সিদ্ধার্থ (Siddharth)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি। রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে বিয়ে সারলেন অভিনেত্রী। প্রথম বিয়ে তাঁরা সেরেছিলেন মন্দিরে, একেবারেই সাদামাটাভাবে। তবে এবার রাজকীয়ভাবে বিয়ে সারলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভাল আর কিছু নেই।'
অদিতি পরেছিলেন একটি ঢালা লাল রঙের ফুল হাতা লেহঙ্গা, মাথাপট্টির সঙ্গে চুল বেঁধেছিলেন টেনে বিনুনি করে। নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারি জড়োয়ার গয়না। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন মুক্তোরঙা শেরওয়ানি ও তার সঙ্গে মানানসই গয়না। একে অপরের সঙ্গে ফটোশ্যুট সারেন তাঁরা। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম। সেই বন্ধন আবদ্ধ হয়েছিল বিবাহে। আর এবার রাজকীয়ভাবে দ্বিতীয়বার অনুষ্ঠান করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় দক্ষিণী রীতি মেনে বিয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে অদিতি পরেছিলেন সোনালি পাড়ের তসর রঙা লেহঙ্গা। যেখানে হামেশাই বলিউডের অভিনেতা অভিনেত্রীরা বিয়ের পোশাক হিসেবে বেছে নেন লাল বা বেজ বা অফ হোয়াইট পোশাককে, সেই দিক থেকে একেবারেই অন্য পথে হেঁটেছিলেন অদিতি। তবে বিয়ের শাড়ির জন্য বলিউডের পথে হেঁটেই তিনি বেছে নিয়েছেন সব্যসাচীর ডিজাইনার লেহঙ্গাকে। শাড়ির সঙ্গে মানানসই সোনা আর চুনির গয়নায় সেজেছিলেন অদিতি।
তবে দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। তবে ভারি কাজের লেহঙ্গা নয়, অদিতি বেছে নিয়েছেন একেবারে ঢালা লাল রঙের লেহঙ্গা। চুল খোলা না রেখে বা খোঁপা না করে অদিতি বিনুনি করতে নিয়েছিলেন চুলে। এটাও সাধারণত দেখা যায় না। সব মিলিয়ে অদিতির বিয়ের সাজ ছিল বেশ আলাদা। রাজস্থানে অদিতির রাজকীয় বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Writwik Mukherjee: দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে আইনি বিবাহ সারলেন 'আনন্দী'-র নায়ক ঋত্বিক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।