রাগে অগ্নিশর্মা হয়ে একের পর এক টুইটে বিমানকর্তৃপক্ষকে বিদ্ধ করেন অদিতি। এমনকি ওই বিমানসংস্থার কর্মীদের অদক্ষ, অপদার্থ বলেও কটাক্ষ করেন অদিতি।
তবে অদিতির রাগে যে অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া, সেটা তাদের তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেওয়ার প্রক্রিয়া দেখেই বোঝা গিয়েছে।
অদিতি তাঁর টুইটে লেখেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বিমানের ১৫ জন যাত্রীর মালপত্র বিনা নোটিসে নামিয়ে দেওয়া হল। কেউ জানানোর সামান্য প্রয়োজনও বোধ করল না।
এরপরই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, ওই কাজটি পুরোটাই অন্য আর একটি সিস্টার সংস্থা দেখে, যারা এয়ার ইন্ডিয়ার অন্তর্গত। সেই সংস্থাকে পুরো বিষয়টি জানিয়ে, এধরনের কাজ কেন করা হয়েছে সেবিষয়ে জবাবদিহিও চাওয়া হয়েছে।
অভিনেত্রী এবং বিমানসংস্থার মধ্যে কথোপকথনের টুইটগুলো দেখুন