ভোগ ম্যাগাজিনের জন্য ব্রাইডাল ফটোশ্যুট করালেন অদিতি রাও হায়দারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2017 09:11 PM (IST)
1
অভিনেত্রী বলেন, বিয়ে হল খুশির বিষয়। আর শ্যুটিং যদি বিয়ে-কেন্দ্রিক হয়, তাহলে তা করতে আরও মজা হয়।
2
তিনি বলেন, আমি এই শ্যুটিংয়ে ভীষণ আনন্দ পেয়েছি।
3
৩০ বছরের অদিতির এই ওয়েডিং ফটোশ্যুটের কথা আগে থেকেই ঠিক ছিল। অধীর আগ্রহে এই ফটোশ্যুটের অপেক্ষা করছিলেন তাঁর ভক্তরা।
4
এখনও পর্যন্ত ৬টির বেশি ছবিতে অভিনয় করেছেন অদিতি। ছবিতে অদিতিকে ভীষণই আকর্ষণীয় দেখাচ্ছে।
5
ভোগ ম্যাগাজিনের জন্য ব্রাইডাল ফটোশ্যুট করালেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারী