Samrat Prithviraj: বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ 'সম্রাট পৃথ্বীরাজ', কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?

Aditya Chopra: শোনা গিয়েছিল একজনও দর্শক না থাকার কারণে এই ছবির একাধিক শো বাতিল করে সিনেমা হলগুলি। আর 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির ব্যর্থতার এই দায় কার ঘাড়ে চাপালেন আদিত্য চোপড়া?

Continues below advertisement

মুম্বই: যশরাজ ফিল্মসের শেষ দুটি ছবি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথমে রণবীর সিংহ অভিনীত 'জোয়েসভাই জোরদার'। তারপর অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত 'সম্রাট পৃথ্বীরাজ' (Samrat Prithviraj)। বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে এই ছবি। শোনা গিয়েছিল একজনও দর্শক না থাকার কারণে এই ছবির একাধিক শো বাতিল করে সিনেমা হলগুলি। আর 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির ব্যর্থতার এই দায় কার ঘাড়ে চাপালেন আদিত্য চোপড়া (Aditya Chopra)?

Continues below advertisement

'সম্রাট পৃথ্বীরাজ' ছবির বক্স অফিসে ব্যর্থতার কারণ হিসেবে কাকে দোষারোপ করছেন আদিত্য চোপড়া?

পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বহু প্রতীক্ষিত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' মুক্তি পায় কিছুদিন আগে। বিগ বাজেটের এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রত্যাশায় কার্যত জল ঢেলে দিয়েছে বক্স অফিস কালেকশন রিপোর্ট। প্রথমদিন কিছুটা আশাজনক ব্যবসা করলেও পরবর্তীকালে মুখ থুবড়ে পড়ে। বিভিন্ন সূত্রে খবর, 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির বাজেট ছিল ৩০০ কোটি টাকা। কিন্তু তা বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা তো অনেক দূর, তার ধারেকাছেও পৌঁছতে পারেনি। আর এই ব্যর্থতার সম্পূর্ণ দায় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমারের (Akshay Kumar) উপরই চাপাচ্ছেন আদিত্য চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই ছবিতে চূড়ান্ত অপেশাদার ব্যবহার করেছেন অক্ষয় কুমার। ও কারও কথা শোনেনি। এই ছবিটার জন্য যে পেশাদারিত্ব প্রয়োজন ছিল, তা ও পূরণ করেনি। এমনকি ছবির জন্য আসল গোঁফ দরকার ছিল। সেটাও করা থেকেও এড়িয়ে গিয়েছে। এই ছবিটা করার পাশাপাশি আরও ছবির কাজ একসঙ্গে চালিয়ে গিয়েছে। একটা ঐতিহাসিক ছবি করার সময়ে এটা না করলেই পারত। আর একটু দায়িত্ববোধ ওর (অক্ষয় কুমার) কাছ থেকে আশা করেছিলাম। নিজের ১০০ শতাংশই দিল না।' ক্ষুব্ধ আদিত্য চোপড়ার এই মতকে ঘিরে দানা বেঁধেছে দুই তারকার মধ্যে বোঝাপড়ার সমস্যা।

আরও পড়ুন - Ranbir Kapoor: 'শামশেরা' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রণবীর কপূর?

যদিও 'সম্রাট পৃথ্বীরাজ'-এর ব্যর্থতার দায় পুরোপুরি অক্ষয় কুমারের উপর চাপাচ্ছেন না পরিচালক। তিনি বলছেন, 'আমরা দর্শকের মন বুঝতে পারিনি। আমরা বড় মাত্রায় ছবিটা তৈরি করেছিলাম। এমন একটা ঐতিহাসিক কাহিনীকে বিন্দুমাত্রও বিকৃত না করে কাজটা করেছিলাম। ভেবেছিলাম দর্শকের তা ভালো লাগবে। কিন্তু বক্স অফিস কালেকশনে তার প্রভাব পড়ল না।'

'জোয়েসভাই জোরদার' ও 'সম্রাট পৃথ্বীরাজ', পর-পর দুটো ছবির ব্যর্থতার পর যশরাজ ফিল্মস এখন আশা দেখছে 'শামশেরা' ছবিটিকে নিয়ে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কপূর, সঞ্জয় দত্ত এবং বাণী কপূরকে। ২৪ জুন এই ছবির ট্রেলার মুক্তি পাবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola