মুম্বই:  সংবাদমাধ্যমে এখন বিরুষ্কার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগে আচমকাই কোনও এক সূত্রের তরফে জানা যায় আগামী ১২ ডিসেম্বর ইতালিতে বিয়ে করছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি। তারপর থেকেই সংবাদমাধ্যমে তারকা-জুটির বিয়ে সংক্রান্ত নানা খবর শিরোনামে আসতে থাকে। দুদিন আগেই অনুষ্কাকে সপরিবারে কয়েকটি ভারী ব্যাগ সহ গোটা পরিবারের সঙ্গে ইতালি উড়ে যেতে দেখা যায়। জানা যায়, বিরাটও তাঁর মাকে নিয়ে কোনও এক বিয়ের অনুষ্ঠানে ইতালি গিয়েছেন। ভাইপোর বিয়ে বলে ছুটি নিয়েছেন বিরাটের ম্যানেজারও। তারপর জানা যায় হরিদ্বারে পুজো দিয়ে ইতালি উড়ে গিয়েছেন অনুষ্কাদের বাড়ির পুরোহিতও।জানা যায় নিমন্ত্রিত অতিথিদের তালিকাও। এরপরই বিয়ের খবরের জল্পনাটি আরও জোড়াল হতে থাকে।

তবে এত কিছুর মধ্যে একটি খবর নিশ্চিত সূত্র থেকে জানা গিয়েছে। অনুষ্কা প্রকাশ্যে বিয়ের কথা স্বীকার না করলেও, তিনি সবচেয়ে প্রথম এই বিয়ের খবরটি দেন তাঁর মেন্টর এবং প্রযোজক আদিত্য চোপড়াকে। মিলানে একেবারে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের সামনে বিয়ের পর্বটি সারবেন বিরুষ্কা। তাস্কানিতে এরমধ্যেই বিয়ে সংক্রান্ত নানা রীতি রেওয়াজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। সেই বিয়ের আসরের একটি ছবিও ভাইরাল হয়ে গিয়েছে।

তবে অনুষ্কার মুখ থেকে প্রথম যেদিন আদিত্য শোনেন এই বিয়ের খবর, সেদিন তিনি ভীষণই খুশি হয়েছিলেন বলে দাবি এক সূত্রের। প্রসঙ্গত, রানি-আদিত্যকে অনুসরণ করেই ইতালিতে গোপনে, মিডিয়ার নজর এড়িয়ে বিয়ের পর্বটি সারবেন এই তারকা জুটি।আদিত্য চোপড়া ছাড়া, অনুষ্কা তাঁর বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন শাহরুখ খানকে। বিরাট তাঁর বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র পাঠান সচিন তেণ্ডলকর এবং যুবরাজ সিংহকে।

সূত্রের খবর, আগামী ২১-২২ ডিসেম্বর নাগাদ মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বিলাসবহুল ব্যাঙ্কোয়েট বুক করেছেন বিরুষ্কা রিসেপশনের জন্যে। সেখানেই উপস্থিত থাকার কথা বলিউড এবং ক্রিকেট দুনিয়া থেকে রাজনীতির জগতের বহু সম্মানীয় ব্যক্তিদের।