কলকাতা: 'ওয়ার টু' (War 2) শ্য়ুটিং শুরু হতে চলেছে চলতি বছর নভেম্বরেই। এই ছবিতে রয়েছে একের পর এক চমক। 'ওয়ার টু'-এর হাত ধরেই প্রথমবার একসঙ্গে একই ছবিতে কাজ করবেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। পাশাপাশি এই দুই হেভিওয়েট তারকাদের সঙ্গে দেখা যাবে বলিউড সুন্দরী কিয়ারা আডবাণীকে। আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানাযাচ্ছে, এই ছবির প্রযোজক আদিত্য় চোপড়া জানিয়েছেন ২০২৫-এর প্রজাতন্ত্র দিবসে এই ছবি মুক্তি পেতে পারে। যদিও টিম 'ওয়ার টু' আনুষ্ঠানিকভাবে এই তথ্য় প্রকাশ্য়ে আনেনি।


উল্লেখ্য়, 'ওয়ার' ছবির পার্ট টু পরিচালনা করার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় (Ayan Mukherjee)। আর ছবিটির প্রযোজনা করছে যশরাজ ফিল্মস (Yash Raj Films)। প্রযোজনা সংস্থার কর্ণধার পরিচালনার বিষয়ে যোগাযোগ করেছিলেন অয়নের সঙ্গে।  এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও।  


আরও পড়ুন...


বারবার অসুখে পড়ছেন? হাতের নাগালেই ইমিউনিটি বাড়ানোর অব্যর্থ উপায়, জানিয়ে দিলেন পুষ্টিবিদ


ঘনিষ্ঠ সূত্রে খবর,YRF Spy Universe এর প্রতিটি ছবির জন্য কৌশলগতভাবে বেছে নিচ্ছেন ক্যাপ্টেনকে। অয়ন ইতিমধ্যেই বড় হিট দিয়েছেন, যা সব ধরনের দর্শককে টেনেছে। তিনি জানেন কী করে একটি ছবিকে দর্শকের মনপসন্দ করে তোলা যায়, যা War 2 ছবি পরিচালনা করার জন্য প্রয়োজন। 


সূত্রের দাবি, আদিত্য মনে করছেন, অয়ন (Ayan Mukherjee) একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা যিনি স্পাই ইউনিভার্সের ছবিতে একটি ভিন্ন স্বাদ আনতে পারবেন। এই ছবির পরিচালনার জন্য অয়নকেই (Ayan Mukherjee) যোগ্য বলে মনে করছেন আদিত্য চোপড়া (Aditya Chopra) । 


বলিউড মনে করছে, হালফিলে এটা একটা বিরাট বড় ঘোষণা। ওয়ার-২ দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই। আর তা যদি রূপ পায় অয়নের হাতে তাহলে তো কথাই নেই। অনেকের মতে, অয়ন (Ayan Mukherjee) পরিচালিত 'ওয়ার ২' আগামী দিনে দর্শকের মন কেড়ে নেবে।  এই খবর নিয়ে যখন বলিউডে কানাঘুঁসো চলছে, তখনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee)। তিনি ইঙ্গিত দেন, বড় একটি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি।


উল্লেখ্য়, এই ছবির জন্য় ১০০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছন জুনিয়র এনটিআরকে। সূত্রের খবর অনুযায়ী, 'আরআরআর' (RRR) এর সাফল্য়ের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি। এর আগে 'আরআরআর' (RRR) এর জন্য় ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial