মুম্বই : গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতি চলছে। করোনা (Coronavirus) সংক্রমণের ফলে টানা এক বছরেরও বেশি সময় ধরে সিনেমাহল বন্ধ ছিল। ফলে সেই সময়ে ছবি মুক্তির একমাত্র মাধ্যম বা ভরসা হয়ে দাঁড়িয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম। যদিও বেশ কিছুদিন হল ৫০ শতাংশ দর্শক নিয়ে সরকার সিনেমাহল চালু করার অনুমতি দিয়েছে। তাই কয়েকজন ছবি নির্মাতা বেশ সাহসী পদক্ষেপ নিয়েই সিনেমাহলে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তারপরও সংক্রমণের (Covid19) আশঙ্কায় বা কত সংখ্যক মানুষ আদৌ টিকিট কেটে সিনেমাহলে ছবি দেখতে আসবেন, সেই সংশয়েও বহু পরিচালক এবং প্রযোজকরা তাঁদের ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। সলমন খান থেকে অজয় দেবগন কিংবা অক্ষয় কুমার প্রত্যেকেই নিজের নিজের ছবি ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। তবে, পরিচালক এবং প্রযোজকদের এই তালিকায় বাদ রয়েছেন আদিত্য চোপড়া (Aditya Chopra)। এই মুহূর্তে তাঁর হাতে অনেকগুলো ছবিই মুক্তির অপেক্ষায় রয়েছে। তবুও তিনি ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি করতে চান না।


আরও পড়ুন - Salman Khan Update: কার সঙ্গে সবথেকে বেশিদিন সম্পর্ক টিকেছে সলমন খানের?


জানা যাচ্ছে, আদিত্য চোপড়ার 'বান্টি অউর বাবলি টু', 'শামশেরা', 'পৃথ্বিরাজ', 'জোয়েশভাই জোরদার' ছবি চারটি গত বেশ কিছুদিন ধরেই মুক্তির অপেক্ষায় দিন গুনছে। চারটি ছবি মুক্তির জন্য এক নামী ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আদিত্য চোপড়াকে চারশো কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও সেই প্রস্তাবে সটান না বলে দেন আদিত্য চোপড়া। কারণ হিসেবে জানা যাচ্ছে, ছবিগুলি বড় পর্দায় রিলিজ করতে চায় যশ রাজ ফিল্মস। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অ্যামাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে আদিত্য চোপড়াকে চারটি ছবির জন্য ৪০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। গত ১৮ মাস ধরে ছবিগুলির মুক্তি আটকে থাকলেও, অ্যামাজন প্রাইম ভিডিওর এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন তিনি। 


আরও পড়ুন - Drugs Case: মাদক মামলায় জামিন পেলেন অভিনেতা গৌরব দীক্ষিত


'পৃথ্বিরাজ' এবং 'শামশেরা' বিগ বাজেট ছবি দুটির ক্ষেত্রে কোনওভাবেই সত্ব বিক্রি করতে রাজি নন আদিত্য চোপড়া। সূত্রের খবর এমনটাই। তাই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে তাঁর অন্য দুটি কম বাজেটের ছবি 'বান্টি অউর বাবলি' এবং 'জোয়েসভাই জোরদার' ছবি দুটির মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে একেবারেই ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তিতে রাজি নন আদিত্য চোপড়া। করোনা পরিস্থিতি কাটলে তারপর সিনেমাহলেই ছবিগুলি রিলিজ করবেন বলে জানা গিয়েছে।