প্রথম পরিচয়ের দিনেই রানির সিনেমাকে আজেবাজে বলে দিয়েছিলেন আদিত্য চোপড়া..তারপর..
রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার প্রেম কাহিনী সম্পর্কে সংবাদমাধ্যম সেভাবে বিস্তারিত কোনও তথ্য দিতে পারেনি। কারণ, বলিউডের এই অভিনেত্রী ও পরিচালক জুটি তাঁদের প্রেম কাহিনী সম্পর্কে প্রকাশ্যে কিছুই জানাননি। বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। সন্তানের মাও হয়েছেন রানি। এখন আমার সিনে দুনিয়ায় কামব্যাক ঘটেছে মর্দানি তারকার। সেই রানিই এবার তাঁর স্বামীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে খোলামেলা কথা বললেন। নেহা ধূপিয়ার শো বিএফএফ উইথ ভোগ-এ রানি আদিত্যর সঙ্গে তাঁর প্রথম পরিচয় থেকে শুরু করে সংসার জীবন সম্পর্কে অনেক কথা জানিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআদিরার জন্মের পর হিচকি রানির প্রথম সিনেমা। এই সিনেমায় তিনি এমন এক মহিলার চরিত্রে অভিনয় করছেন, যখন নার্ভাস হয়ে পড়লে হামেশাই হিচকি আসে তাঁর।
মেয়েকে নিয়ে আদিত্য খুবই সক্রিয় বলে জানিয়েছেন রানি। তিনি বলেছেন, তাঁর স্বামী নিজেও মিডিয়ার সামনে আসতে পছন্দ করেন না, তেমনই চান না, আদিরার খুব বেশি ছবি মিডিয়ায় ছাপা হোক। আদিরা আর পাঁচটা বাচ্চার মতোই বড় হোক, এমনটাই চান তাঁরা।
রানি দাম্পত্য জীবন সম্পর্কেও জানিয়েছেন। অন্যান্য দম্পতির মতো তাঁর আদিত্যর সঙ্গে প্রতিদিনই কলহ বেঁধে যায়।এটা পুরোটাই মজার। এতে কোনওরকম রাগের কোনও ছাপই থাকে না।
রানি এখন তাঁর আগামী সিনেমা হিচকি-র প্রচারে ব্যস্ত। তাঁর এই সিনেমা ২৩ মার্চ রিলিজ হবে।
রানি বলেছেন, আদিত্যর এই খোলামেলা কথাবার্তা তাঁর খুব পছন্দ হয়েছিল। তিনি এবং তাঁর মা সবদিনই এ ধরনের মানুষদেরই পছন্দ করতেন।
মুঝসে দোস্তি করোগি সিনেমার সেটে আদিত্যর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাত্। আর প্রথম দেখাতেই আদিত্য রানিকে বলেছিলেন, তোমার সিনেমার বাছাই নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। আদিত্য রানিকে বলেন, যখন এই সিনেমায় তোমাকে নেওয়ার ব্যাপারে ভাবছিলাম তখন তোমার আগের কয়েকটি আজেবাজে সিনেমার কারনে সবাই তোমাকে না নেওয়ার পরামর্শ দিয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -