মুম্বই: আদনান সামির নাগরিকত্বের প্রশ্ন তুলে এবার সিএএ-র বিরুদ্ধে সোচ্চার হলেন সত্তর-আশির দশকের পর্দার খলনায়ক রাজা মুরাদ। পর্দায় দাপিয়ে বেড়াতেন এক সময়ে। তাঁর গম্ভীর কণ্ঠস্বর আর অভিনয়ের ভক্ত ছিলেন অনেকেই। এবার সেই রাজাই মুখ খুললেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে।
একটি অনুষ্ঠানে তিনি বললেন, এই আইন সংবিধান বিরোধী। নতুন আইনে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু সেই আইন সবার জন্যই সমান হওয়া উচিত। কাউকেই ধর্মের ভিত্তিতে বিচার করা যায় না।
এই প্রসঙ্গেই তিনি আদনানের কথা তোলেন। বলেন জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামিকে সরকার যদি নাগরিকত্ব দিতে পারে, তাহলে অন্য মুসলিম ধর্মাবলম্বীরা পাবে না কেন?
শুধু আদনানের কথা বলেই থামেননি তিনি। তাঁর বাবার প্রসঙ্গও টেনে আনেন। বলেন, আদনানের বাবা পাক বায়ুসেনাতে ছিলেন এবং ১৯৬৫ সালের যুদ্ধে ভারতে বোমা ফেলেছেন।
এই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই ট্যুইটে জবাব দিয়েছেন সঙ্গীতশিল্পী। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, উনি ভিলেন ছিলেন এবং শুধু সিনেমাতেই খারাপ কথা বলতেন।’
জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামিকে ২০১৬ সালে নাগরিকত্ব দেয় ভারত সরকার। তারপর থেকে ভারতেই থাকেন আদনান।
'বাবা ভারতে বোমা ফেলেছিলেন, নাগরিকত্ব ছেলে আদনানকে! অন্যদের নয় কেন?', সিএএ-র বিরুদ্ধে সরব রাজা মুরাদ
web desk, ABP Ananda
Updated at:
19 Jan 2020 07:07 PM (IST)
একটি অনুষ্ঠানে তিনি বললেন, এই আইন সংবিধান বিরোধী। নতুন আইনে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু সেই আইন সবার জন্যই সমান হওয়া উচিত। কাউকেই ধর্মের ভিত্তিতে বিচার করা যায় না।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -