নয়াদিল্লি: পাকিস্তানের আমজনতাকে ‘অসহায়, বিপথগামী ও হতাশাগ্রস্ত’ বলে উল্লেখ করে গায়ক আদনান সামি জানিয়ে দিলেন, তিনি পাকিস্তান সেনার বিরুদ্ধে, যারা যুদ্ধে উস্কানি দিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে এবং মানুষের চিন্তাধারাকে বিপথে চালিত করেছে। সোমবার সামি টুইট করে বলেন, তথ্যের খাতিরে এটা বলে দিতে চাই যে, আমি পাকিস্তানের আমজনতার বিরুদ্ধে নই। যাঁরা আমাকে ভালবাসেন, তাঁদের সকলকেই আমি শ্রদ্ধা করি। সেই দিক দিয়ে আমি পাক নাগরিকদেরও ভালবাসি। আমি সন্ত্রাসবাদ ও পাক সেনার বিরুদ্ধে, যারা তাদের উভয় প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং গণতন্ত্র ও পাক আমজনতার চিন্তাধারাকে ধ্বংস করেছে।
আমি পাকিস্তানের সেনার বিরুদ্ধে, আমজনতার নয়: আদনান সামি
Web Desk, ABP Ananda | 20 Aug 2019 03:30 PM (IST)