কুলিজ (অ্যান্টিগা): ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে ফর্মে ফেরার ইঙ্গিত ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে শেষপর্যন্ত বহুকাঙ্খিত হাফসেঞ্চুরি করলেন তিনি। তিন দিনের এই ম্যাচে অবশ্য কোনও ফলাফল হল না।
গত দুই বছর রাহানের কোনও সেঞ্চুরি করেননি। অনুশীলন ম্যাচের শেষ দিন ১৬২ বলে ৫৪ রানের ইনিংস খেললেন তিনি। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন তিনি।
এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। প্রথম ইনিংসে রান পাননি। তাই দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন। ম্যাচের দ্বিতীয় দিন ৩৫ ওভার ক্রিজে ছিলেন তিনি। কিন্তু একেবারেই ছন্দে ছিলেন না। ৮০ টির বেশি ডট বল (যে বলে রান হয় না) খেলেন তিনি। দিনের শেষে ২০ রানে অপরাজিত ছিলেন তিনি। বাউন্ডারি ছিল তিনটি। এর থেকেই অনুমান করা কঠিন নয় যে, রান করতে কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে।
সোমবার ৮৪ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও রাহানে। দুজনেই হাফসেঞ্চুরি করেন তিনি। আগের দিন ৪৮ রানে অপরাজিত ছিলেন হনুমা। গতকাল সোমবার হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ১২৫ বলে ৬৫ রানের ইনিংসে ছিল নয়টি চার ও একটি ওভারবাউন্ডারি।
হনুমা ও রাহানে দুজনেই অফস্পিনার আকিম ফ্রেজারের বলে আউট হন। মধ্যাহ্নভোজের বিরতির আগে আউট হন ঋষভ পন্ত (১৯) এবং রবীন্দ্র জাডেজা (৯)-ও। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৫ উইকেটে ১৭৪। আরও আট ওভার খেলার পর ৫ উইকেটে ১৮৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। সবমিলিয়ে ৩০৪ রানের লিড নিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রথম ইনিংসে ভারতের ৬ উইকেটে ২৯৭ রানে ডিক্লেয়ারের পর ১৮১ রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা পানের বিরতির আগে প্রথম ২১ ওভারেই ৪৭ রানে তিন উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ এ। পরে দুপক্ষই ম্যাচ এখানেই শেষ করার সিদ্ধান্ত নেয়। জসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও জাডেজা একটি করে উইকেট নেন।
রবিবার খেলার দ্বিতীয় দিনে ইশান্ত শর্মা দুরন্ত বোলিং ওপেন করেন। কুলদীপ যাদবও নজর কাড়েন। ইশান্ত, কুলদীপ ও উমেশ যাদব তিনটি করে উইকেট নিয়েছিলেন।
হাফসেঞ্চুরি এল রাহানের ব্যাটে, ফলাফল ছাড়াই শেষ হল প্রস্তুতি ম্যাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Aug 2019 01:14 PM (IST)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে ফর্মে ফেরার ইঙ্গিত ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে শেষপর্যন্ত বহুকাঙ্খিত হাফসেঞ্চুরি করলেন তিনি। তিন দিনের এই ম্যাচে অবশ্য কোনও ফলাফল হল না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -