কলকাতা:  জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মিত্তিরবাড়ি', আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। দেবালয় ভট্টাচার্যের সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ ছোট ‘ইন্দু’র ভূমিকায় অভিনয় মন জয় করেছিলেন যে পারিজাত চৌধুরী, তিনিই থাকছেন এই সিরিজের নায়িকার ভূমিকায়। প্রসঙ্গত, বেশ কিছুদিনের বিরতির পরে ধারাবাহিকে মুখ্যভূমিকায় ফিরছেন আদৃত। শোনা যাচ্ছিল, তিনি জুটি বাঁধতে পারেন সৃজা-র সঙ্গে। ইতিমধ্যেই দেবের সঙ্গে দুটি সিনেমায়া অভিনয় করে ফেলেছেন সৃজা। তবে অবশেষে জানা গেল, সৃৃজা নয়, পারিজাতের সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন আদৃত। এই ধারাবাহিকে দাদু ও ঠাকুমার ভূমিকায় রয়েছেন দুলাল লাহিড়ি ও অনুরাধা রায়। ধারাবাহিকে পারিজাতের চরিত্রের নাম জোনাকি ও আদৃতের চরিত্রের নাম ধ্রুব।


এই ধারাবাহিকে ফেরা নিয়ে আদৃত বলছেন, 'দীর্ঘদিন পরে আবার আমি জি বাংলার পর্দায় ফিরতে চলেছি। এই জায়গাটা আমার কাছে ভীষণ নস্ট্যালজিয়ার। আমার আগের চরিত্রটার জন্য আমায় যে ভালবাসা আপনারা দিয়েছিলেন তার জন্য আপনাদের কাছে মাথা নত করছি। আশা করি আমাদের নতুন ধারাবাহিককেও আপনারা এভাবেই ভালবাসবেন। এই ধারাবাহিকের সঙ্গে আরও একটি বড় নাম জড়িয়ে রয়েছে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনাতেই আসতে চলেছে এই ধারাবাহিক।


এই ধারাবাহিক নিয়ে অভিনেত্রী মানসী সিনহা বলছেন, 'আপনাদের সঙ্গে দেখা না হলে মন ভাল লাগে না। দীর্ঘ ১০মাস পরে আমি আবার ছোটপর্দায় ফিরছি। মিত্তিরবাড়ি-র হাত ধরে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে।'


এই ধারাবাহিকের গল্প একটি একান্নবর্তী বাড়ি ও পরিবারের গল্প বলবে যেখানে মানুষ তাঁর শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। কেরিয়ারের চাপে, উচ্চাশার চাপে মানুষ যখন ভুলতে বসেছে নিজেদের শিকড়, তখনই এই ধারাবাহিক মানুষকে মনে করিয়ে দেবে পরিবার, ঐতিহ্য আর ছোটবেলার সমস্ত স্মৃতির কথা। জোনাকি চায়, মিত্তির বাড়ির যারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সবাইকে একসঙ্গে ফিরিয়ে আনা। মিত্তির বাড়ি মানেই সবাই একসঙ্গে থাকা, একসঙ্গে আনন্দ আর মজা করে বাঁচা, সেটাই চায় জোনাকি। আর সেই উদ্দেশেই মিত্তির বাড়িকে আবার একত্রিত করতে চায় সে। জোনাকি কি পারবে তাঁর উদ্দেশ্যকে সিদ্ধ করতে? সেই গল্পই বলবে মিত্তিরবাড়ি। 


আরও পড়ুন: Soumitrisha Kundoo: বিয়েবাড়িতে খুন, হাতিয়ার চুলের কাঁটা! এ কোন রহস্যে জড়ালেন সৌমিতৃষা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।