কলকাতা: পশ্চিমবঙ্গের রাজভবনে দু'বছর কাটিয়ে ফেলেছেন। সেই উপলক্ষে রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার নিজেহাতে মূর্তিটির উন্মোচন করেন তিনি। সেই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেছেন। এমন দৃশ্য বেনজির বলে মন্তব্য করেছেন নেটিজেনরাও। (CV Ananda Bose)
শনিবার রাজভবনে চিত্র প্রদর্শনী ছিল। স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও হয়। আর তার সূচনাপর্বেই নিজের মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল বোস। ভারতীয় জাদুঘর কর্তৃত্বের তরফে ওই মূর্তিটি উপহার দেওয়া হয় রাজ্যপালকে। মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী শ্রী পার্থ সাহা। সেই মূর্তিই শনিবার উন্মোচন করেন রাজ্যপাল বোস। (Kolkata Raj Bhawan)
জাদুঘরের তরফে ছবিটি মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়। আর সেই ছবি সামনে আসতেই হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজ্যপাল নিজে নিজেকে মহান বানাচ্ছেন, নিজেই নিজের পুজো করছেন বলে মন্তব্য করেন অনেকে। রাজ্যপালকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্যও। তিনি লেখেন, 'এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন'।
এ প্রসঙ্গে তৃণমূলের জয়প্রকাশ মজুমদারও রাজ্যপালকে কটাক্ষ করেন। তাঁর কথায়, "আমাদের রাজ্যপাল নিজে নিজের মূর্তি উন্মোচন করেছেন। এমনটা সচরাচর শোনা যায় না। প্রচারে থাকতেই এমনটা করেছেন উনি। এবার কি নিজের মূর্তি নিজে মালা দেবেন উনি?" রাজ্যপাল যে আত্মমগ্ন, এই ঘটনাই তার প্রমাণ বলে মত জয়প্রকাশের। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও রাজ্যপালকে কটাক্ষ করেন। এতে রাজ্যপালের মর্যাদার অসম্মান হল বলে মনে করছেন তিনি। গোটা রাজ্যের জন্যই এই ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সুজন।
শিল্পী পার্থ সাহা ফাইবার দিয়ে রাজ্যপালের ওই মূর্তি তৈরি করেছেন। রাজ্যপালের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ না হলেও, ছবি দেখে মূর্তিটি তৈরি করেছেন তিনি। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল মূর্তিটি তৈরি করতে দেননি। জাদুঘর কর্তৃপক্ষ সেটি উপহার দিয়েছেন তাঁকে। কিন্তু ছবিতে রাজ্যপালকে নিজের মূর্তি উন্মোচন করতে দেখা গিয়েছে। জীবিত ব্যক্তির মূর্তিই বা কেন বসানো হবে, কেনই বা সেটির উন্মোচন হবে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।