মুম্বই: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির ব্যাপক সাফল্যের পর ইতিমধ্যেই নতুন ছবির ঘোষণা করে দিয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির নাম ঘোষণা করে তিনি জানিয়ে দেন যে, 'যে সমস্ত মানুষ 'দ্য কাশ্মীর ফাইলস' দেখেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। গত চারটে বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। সততার সঙ্গে, কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। হতে পারে অনেকের ভাবাবেগে আঘাত লেগেছে। কিন্তু কাশ্মিরী হিন্দু পণ্ডিতদের জীবনের যে যন্ত্রণার গল্প ঢাকা পড়ে ছিল, তা সকলের সামনে তুলে ধরা খুবই দরকার ছিল।' তিনি আরও লেখেন, 'এবার আমাদের নতুন ছবির কাজ শুরু করার সময় এসেছে। ছবির নাম 'দ্য দিল্লি ফাইলস' (The Delhi Files)।


'দ্য দিল্লি ফাইলস' ছবির প্রেক্ষাপট-


'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য দিল্লি ফাইলস'-এর ঘোষণার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এই ছবির প্রেক্ষাপট ঘিরে। বিভিন্ন সূত্রে ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ২০২০ সালের ফেব্লুয়ারি মাসে দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার যে ঘটনা ঘটে, সেই সত্যি ঘটনাই এবার উঠে আসবে বিবেক অগ্নিহোত্রীর ছবিতে। অন্য একটি সূত্রে আবার দাবি করা হচ্ছে, ১৯৮৪ সালে দিল্লিতে ঘটে যাওয়া শিখ দাঙ্গার ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হবে 'দ্য দিল্লি ফাইলস'। যদিও পরিচালক এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও বক্তব্য পেশ করেননি। ছবির প্রেক্ষাপট সম্পর্কে তিনি কিছুই জানাননি।



আরও পড়ুন- Shilpa Shetty Update: ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন শিল্পা শেট্টি?


'দ্য দিল্লি ফাইলস' প্রসঙ্গে হরবিন্দ্র সিংহ ফুলকা-


পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য দিল্লি ফাইলস' ছবির ঘোষণার পরই তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইনজীবী হরবিন্দ্র সিংহ ফুলকা। প্রসঙ্গত, ১৯৮৪ সালের দিল্লির শিখ দাঙ্গার ঘটনার শিকার ছিলেন তিনি। আইনজীবী হরবিন্দ্র সিংহ ফুলকা এই প্রসঙ্গে বলেন, 'তৎকালীন কংগ্রেস কীভাবে শিখ দাঙ্গার ছক কষেছিল, তা মানুষের জানা দরকার। দিল্লির মানুষ শিখদের পাশে দাঁড়ান এবং তাঁদের রক্ষা করেন। এমনকি শিখদের রক্ষা করার সময় দুজন হিন্দুরও মৃত্য়ু হয়। আমি নিশ্চিত যে, এই ছবি সমাজের মধ্যে কোনও ভেদাভেদ সৃষ্টি করবে না। বরং সত্যিটা সামনে তুলে নিয়ে আসবে।' নতুন ছবির প্রেক্ষাপট সম্পর্কে এখনও মুখ খোলেননি পরিচালক বিবেক অগ্নিহোত্রী।