আফগান ভূমের দখল নিয়েছে তালিবানরা। পরিস্থিতি আর আগের মতো নেই। বহু মানুষ দেশ ছেড়েছেন আতঙ্কে। তারই মাঝে ভাইরাল হয়েছিল এক সিনেমা পরিচালকের ভিডিও। হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়চ্ছিলেন তিনি, যেন প্রমাণ করলেন এটাই আফগান প্রদেশের বাস্তবতা। তিনি পরিচালক সাহারা করিমি। 


এদিন টরেন্টো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের ভার্চুয়াল সাক্ষাৎকার প্রকাশ্যে আসে সাহার করিমির। তিনি নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন, নতুন জার্নি তবে মনখারাপের তো অবশ্যই। বারবার বলে থাকেন, একা থাকলেই মনে হয় কাবুল চলে যাই।হাভা, মরিয়াম, আয়েশা-র মতো ছবির পরিচালক সাহারা। প্রসঙ্গত, চিত্র পরিচালক সাহারা করিমি (Sahraa Karimi)-ই প্রথম মহিলা যিনি আফগান চলচ্চিত্রের ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন। কাবুল তালিবান দখলে চলে যাওয়ার পর গত স্লোভাক ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাকাডেমির সহায়তায় আফগানিস্তান ছাড়েন তিনি।


একমাসের কিছু বেশি সময় হবে দেশ ছেড়েছেন করিমি। তবু ভেসিন, টরেন্টো-র মতো জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে সাক্ষাৎকার দিয়ে চলেছেন। TIFF-এর মতো প্ল্যাটর্ফমে আলোচনা করেছেন উদবাস্তু সমস্যা নিয়ে, সিনেমার নির্মাতাদের আফগান সিনেমার পাশে থাকার আর্জি জানিয়েছেন।


TIFF- চলার সময় করিমি উল্লেখ করেছিলেন যে তিনি তালিবান নিয়ন্ত্রিত আফগান সরকারের কাছ থেকে উত্তর পাওয়ার চেষ্টা করছেন যে তিনি এখনও আফগান চলচ্চিত্র কমিটির কোনও পদে আছেন কি না! কিন্তু উত্তর মেলেনি। তিনি বলেন, 'এটাই বাস্তব। তারা আমায় বলেননি যে আমি আফগান চলচ্চিত্রের ডিরেক্টর জেনারেল নই, কিন্তু তারা অন্যকিছুও বলেননি।' করিমি আরও জানান, তিনি আফগানিস্তানে ফিরে যেতে চান কিন্তু সেখানে মহিলা হিসাবে কাজ করতে পারবে এই আস্থা পাওয়ার পরই।


প্রসঙ্গত, আফগানিস্তান থেকে পালিয়ে আসার অভিজ্ঞতা নিয়েই 'ফ্লাইট ফ্রম কাবুল' নামের একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছেন করিমি। এই মাসের শেষের দিকে চিত্রনাট্যের প্রথম খসড়া শেষ করার আশায় রয়েছেন এবং পাশাপাশি রোমে ন্যাশনাল ফিল্ম স্কুলে পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলচ্চিত্র উৎসবে তরুণ আফগান চলচ্চিত্র নির্মাতাদের জন্য তার পরামর্শ কী হবে জানতে চাইলে তিনি বলেন, 'আফগান সিনেমাকে শেষ হতে দেবেন না। নিজে নির্বাসনে থাকলেও না।' করিমির আর্জি, 'বিশ্বের সকল সিনেমা নির্মাতাদের কাছে অনুরোধ, দয়া করে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চুপ থাকবেন না এবং আফগানিস্তানের সিনেমার বিষয়ে চুপ থাকবেন না।'