মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানির (Aftab Shivdasani)। খুব ছোট বয়স থেকে অভিনয়ে আত্মপ্রকাশ হয়েছে তাঁর। মাত্র ১৪ মাস বয়স থেকেই একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। পরে শিশুশিল্পী হিসেবে দেখা যা বলিউডের নানা সুপারহিট ছবিতে। এরপর নায়ক হিসেবে পর্দায় তাঁকে দেখা যায় 'মস্ত' ছবিতে। আজ জন্মদিনে (Aftab Shivdasani Birthday) জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।


আফতাবের অজানা তথ্য- (Aftab Shivdasani Unknown Facts)


১. বলিউডের অনেক তারকারাই খুব ছোট বয়স থেকে পর্দায় এসেছেন। তবে, এঁদের সবাইকে টেক্কা দিতে পারেন আফতাব। মাত্র দেড় বছর বয়সে একটি জনপ্রিয় বেবি ফুড কোম্পানির বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। এই ছিল ছোট পর্দায় আফতাবের আত্মপ্রকাশ। 


২. বড় পর্দায় আফতাবকে শিশুশিল্পী হিসেবে এমন কিছু ছবিতে দেখা গিয়েছিল, যেগুলো বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি। সেই ছবিতে দর্শকও হয়তো মুখ্য অভিনেতা অভিনেত্রীদেরই দেখেছিল। কিন্তু তাতে গুরুত্বপূর্ণ শিশুশিল্পীর চরিত্রগুলোতেও অভিনয় করেন তিনি।


৩. শেখর কপূরের পরিচালনায় অনিল কপূরের জনপ্রিয় ছবি 'মিস্টার ইন্ডিয়া'তে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল আফতাবকে। তখন তাঁর বয়স ছিল মাত্র ৯ বছর। 


৪. অমিতাভ বচ্চনের ছবিতেও শিশুশিল্পী হিসেবে দেখা যায় তাঁকে। আর ছবিগুলো খুব একটা ছোট মাপের ছিল না। নাম শুনলেই বুঝতে পারবেন। বিগ বি-র 'শাহেনশাহ', 'চালবাজ', 'ইনসানিয়াত'-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি।


৫. ১৯৯৯ সালে পরিচালক রামগোপাল ভার্মার 'মস্ত' ছবি দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় আফতাবের। উর্মিলার বিপরীতে এই ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। বলাই বাহুল্য 'মস্ত' সুপারহিট হয়।


আরও পড়ুন - Karisma Kapoor Birthday: লোলোর জন্মদিনে বেবোর 'করিনা-সুলভ' শুভেচ্ছা, হাসির রোল নেটদুনিয়ায়


৬. পরবর্তীকালে তাঁর কেরিয়ারে এসেছে 'কসুর', 'হাঙ্গামা', 'আওয়ারা পাগল দিওয়ানা', 'পেয়ার ইশক মোহব্বত', 'কোই আপসা'-এর মতো ছবি। যদিও বক্স অফিসে কোনও ছবি চললে তার জন্য কৃতিত্ব খুব বেশি দেওয়া হয়নি তাঁকে।


৭. যখন বক্স অফিসে তেমন সাফল্য পাচ্ছিলেন না আফতাব, কেরিয়ার গ্রাফ নামছিল ক্রমশ, তখন উপায় না পেয়ে অ্যাডল্ট কমেডি ছবিতেও অভিনয় করা শুরু করেন। 


৮. রামগোপাল ভার্মার 'মস্ত' ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশের আগে ছোট পর্দায় একটি জনপ্রিয় ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন করে সকলের নজর কাড়েন আফতাব।


৯. আমরা অনেক তারকাদেরই ডাকনাম জেনে থাকি। কিন্তু জানেন কি আফতাবের ডাকনাম কী? তাঁর কাছের লোকেরা তাঁকে ফ্যাফ অথবা ফ্যাফি বলেই ডাকেন।


১০. অভিনয় ছাড়াও আফতাব কিন্তু ক্রিকেটটাও খারাপ খেলেন না। সেলিব্রিটি ক্রিকেট লিগে মুম্বই হিরোজের হয়ে বেশ কিছু ম্যাচে তাক লাগানো পারফরম্যান্স করেছিলেন তিনি।