ধনুষ ও ছবির পরিচালক সৌন্দর্যার সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে এই ছবিতে। ১৯৯৭-এ অরবিন্দ স্বামী ও প্রভুদেবার সঙ্গে সুপারহিট ‘মিনসারা কানাভু’ করেন কাজল। তারপর এটাই তাঁর দ্বিতীয় তামিল ছবি। ২০ বছর পর তামিল ছবিতে কাজল! শুরু হল শ্যুটিং
ABP Ananda, Web Desk | 19 Dec 2016 10:58 AM (IST)
মুম্বই: ধনুষের আগামী ছবি ‘ভেলাইভিল্লা পট্টাথারি টু’-র শ্যুটিং শুরু করলেন কাজল। টুইটারে প্রথম দিনের শ্যুটিংয়ের ফাঁকের এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি।