রাজামৌলির ‘মহাভারত’-এ কৃষ্ণ বা কর্ণের রোল করতে চান আমির!
ABP Ananda, Web Desk | 19 Dec 2016 08:07 AM (IST)
হায়দরাবাদ: দক্ষিণী নির্মাতা এসএস রাজামৌলি সত্যিই যদি চলচ্চিত্রে ‘মহাভারত’ নামাতে চান, তবে তাতে কৃষ্ণ বা কর্ণের ভূমিকায় কাজ করতে চান তিনি। বললেন আমির খান। আমির জানিয়েছেন, রাজামৌলির ছবির বিরাট ফ্যান তিনি, যদি সত্যিই তিনি মহাভারত নিয়ে ছবি করেন, তবে তাতে কৃষ্ণ বা কর্ণের রোল চান তিনি। কৃষ্ণের চরিত্র পেলে তিনি খুশি হবেন। হায়দরাবাদে ‘দঙ্গল’-এর তেলুগু ভার্সন প্রমোট করতে এসে আমির আরও জানিয়েছেন, দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের সঙ্গে কাজ করার ইচ্ছে রাখেন তিনি। পবন কল্যাণের ভাই চিরঞ্জীবীর কাজও তাঁর খুব পছন্দ। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর।