সাতাশিকে পহলাজ নিহালনির আগ হি আগ দিয়ে চাঙ্কির বলিউডে পা রাখা। ছবিতে ধর্মেন্দ্র ও শত্রুঘ্ন সিনহা থাকলেও তরুণ তরুণীদের মধ্যে চাঙ্কি দারুণ জনপ্রিয়তা পান। আশির শেষে হচ্ছিল একের পর এক মাল্টিস্টারার ছবি, চাঙ্কিও কাজ করেন এমন একাধিক ছবিতে। তেজাব, পাপ কি দুনিয়া, গুনাহোঁ কা ফয়সলা- সব ছবিতেই চাঙ্কি নজর কেড়ে নেন তাঁর প্রাণশক্তি ও সুদর্শন চেহারার জন্য।
কিন্তু সাফল্য বেশিদিন টেকেনি। একের পর এক ফ্লপের চক্করে পড়েন চাঙ্কি। তিরানব্বইয়ে ডেভিড ধবনের ব্লকবাস্টার ছবি আঁখে-তে তিনি চোখে পড়লেও পুরো প্রশংসা গিয়ে পড়ে তাঁর সহ অভিনেতা গোবিন্দার ঝুলিতে। এরপর থেকেই ধীরে ধীরে হারিয়ে যান চাঙ্কি। চলে যান বাংলাদেশে ছবি করতে। আবার ফিরে এসেছেন তিনি। এবার পরিচয় অনন্যা পান্ডের বাবা হিসেবে। মেয়ে বলিউডে পা রেখেছেন সদ্য। গর্বিত বাবা জানাচ্ছেন, আলোকবৃত্ত মিস করেন না তিনি। এক সময় তারকা পরিচিতি পেয়েছিলেন, তাই যথেষ্ট। জীবনে ব্যর্থতা অত্যন্ত জরুরি।
৮০-র কাছাকাছি ছবিতে অভিনয় করা ৫৬ বছরের চাঙ্কির বক্তব্য, তিনি এখন পুনর্নির্মাণ করছেন নিজেকে। একজন শিল্পীর সব সময় উচিত, নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়া। এখনকার দর্শক অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে নতুন কিছু চাইছেন। তাই তিনিও অভিনয়ের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিতে চান নিজেকে।
প্রবীণ ফার্নান্ডেজের ট্যাপ টযাপ নামে একটি শর্ট ফিল্মে দেখা যাবে চাঙ্কিকে। এছাড়া সাহো ও হাউসফুল ৪-এর মত মূল ধারার ছবিতেও অভিনয় করবেন তিনি।