এই মুহূর্তে দাবাং ৩-এর শ্যুটিং করছেন সলমন। এর পর তাঁকে দেখা যাবে আলিয়া ভট্টের সঙ্গে একটি ছবিতে। দেখুন! প্রভু দেবার সেই ঊর্বশী গানের সঙ্গে সলমনের নাচ
ABP Ananda, Web Desk | 11 Jul 2019 09:22 AM (IST)
নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে সলমন পোস্ট করেছেন ভিডিওটি। তাঁর সঙ্গে নাচতে দেখা গেল দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপ ও ছবি নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালাকে।
মুম্বই: নব্বইয়ের দশকে বলিউড কাঁপিয়ে দিয়েছিল উর্বশী উর্বশী। সঙ্গে প্রভু দেবার সেই বিখ্যাত স্টেপ। আর এবার সলমন খান সেই নাচ করলেন তাঁর সঙ্গী সাথীদের সঙ্গে। সঙ্গ দিলেন প্রভু নিজেও। নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে সলমন পোস্ট করেছেন ভিডিওটি। তাঁর সঙ্গে নাচতে দেখা গেল দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপ ও ছবি নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালাকে। শেষে যোগ দিলেন প্রভু দেবা। দেখা গেল, এখনও তাঁকে নাচে হারানোর দক্ষতা তাবড় বলি তারকাদের নেই।