মুম্বই: এবার ওয়েব সিরিজ পরিচালনায় হংসল মেটা (Hangshal Mehta)। অ্যাপ্লাজ এন্টারটেইনমেন্টের ওয়েব সিরিজ 'গান্ধী' (Gandhi) পরিচালনা করবেন তিনি। বিখ্যাত ইতিহাসবিদ এবং লেখক রাম চন্দ্র গুহের লেখার উপর ভিত্তি করে, এই ওয়েব সিরিজটি তৈরি হবে বলে শোনা যাচ্ছে। রাম চন্দ্র গুহর দুটি বই 'গাঁধী বিফোর ইন্ডিয়া' (Gandhi Before India) এবং 'গাঁধী- দ্য ইয়ার্স দ্য়াট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড' (Gandhi - The Years that Changed the World) এই দুটি বইয়ের ওপর ভিত্তি করে সিরিজটি তৈরি হবে বলে শোনা গিয়েছে।
এই ওয়েব সিরিজটির একাধিক সিজন থাকবে বলে শোনা গিয়েছে। এই ওয়েব সিরিজে প্রতীক গাঁধীকে (Pratik Gandhi)-কে প্রধান ভূমিকায় দেখা যাবে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময়কালকে তুলে ধরবে এই সিরিজ। এটি আন্তর্জাতিক মানের একটি শো হতে চলেছে বলে প্রযোজনা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। ভারতে ও বিদেশে অনেক লোকেশনে এই সিরিজের শ্যুটিং হবে।
আরও পড়ুন: Sritama Bhattacharjee: 'যে সম্পর্কের ইঙ্গিত করে ট্রোলিং হচ্ছে, তা ভিত্তিহীন, মিথ্যে'
এই সিরিজ নিয়ে পরিচালক হংসল মেটা বলছেন, 'যখন যে কোনও চলচ্চিত্র নির্মাতা মহাত্মা গাঁধীর মতো ঐতিহাসিক এবং আইকনিক ব্যক্তিত্বের কথা বলতে যাবেন, তখন তাঁকে মনে রাখতে হবে, ইতিমধ্যেই তিনি একটি বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছেন। আমিও এর ব্যতিক্রম নই। এই ওয়েব সিরিজটি নিয়ে আমরা সবাই অনেক স্বপ্ন দেখেছি। এবার তাকে বাস্তবে রূপান্তরিত করার সময়। আমরা এই কাজটি শুরু করার আগেই যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা উচ্ছসিত ও রোমাঞ্চিত যে আমরা এমন একটা সিরিজ তৈরি করতে চলেছি, যা দর্শক মনে রাখবেন চিরকাল। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমি আর সমীর একটা নতুন সফর শুরু করতে চলেছি।'
সমীর নায়ার বলেছিলেন, গাঁধীকে নিয়ে তৈরি এই চিত্রনাট্যের কেবল গাঁধীকেন্দ্রিক নয়। সেই সময়ে ভারতের ইতিহাসে যে সমস্ত চরিত্ররা স্বাধীনতাকে ত্বরাণ্বিত করেছিলেন, তাঁদের সবার গল্পই থাকবে এখানে। আশা করছি এই সিরিজ শুধু বিনোদন নয়, দর্শকদেরও সমৃদ্ধ করবে এই ছবি।'