কলকাতা: সম্প্রতি, পর্দায় তাঁর 'উচ্ছেবাবু'-র বিয়ে উপলক্ষ্যে বারে বারেই শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। ধারাবাহিকের নায়ককে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে আসরে উপস্থিত ছিলেন না পর্দার নায়িকা। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তবে, এক নতুন অধ্যায় শুরু করলেন শুরু করলেন সৌমিতৃষাও। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।


কী সেই নতুন শুরু? নিজের দ্বিতীয় ছবির কাজ আজ থেকে শুরু করলেন সৌমিতৃষা। নতুন ছবি '১০ই জুন'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে। এর আগে, দেব (Dev)-এর প্রযোজনায় ও তাঁরই বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। 'প্রধান' ছবিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম ছবি। এরপরে, ফের নতুন ছবির কাজ শুরু করলেন সৌমিতৃষা। ছবির নাম '১০ই জুন'। সৌমিতৃষার বিপরীতে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে। 


সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরাকে পুজো করা, মহরতের ছবি। অর্থাৎ আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাস। কলকাতা ও ব্যান্ডেলের আশেপাশেই হবে ছবির শ্যুটিং। আজ থেকে শুরু হল সেই কাজ। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। 


কেন শিরোনামে উঠে এসেছিলেন সৌমিতৃষা? আদৃত-কৌশাম্বির বিয়ের সঙ্গে কিই বা সম্পর্ক ছিল তাঁর? গুঞ্জন শোনা যায়, 'মিঠাই' ধারাবাহিক চলাকালীনই নাকি সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল আদৃত ও সৌমিতৃষার। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের যতই মন ছুঁয়ে যাক না কেন, বাস্তবে নাকি একে অপরের সঙ্গে প্রায় কথোপকথন বন্ধ হয়ে গিয়েছিল তাঁদের। এই সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্যে কৌশাম্বিকেই দায়ি করেন অনেকে। সেই সময়ে নাকি সম্পর্ক ছিল আদৃত ও কৌশাম্বির মধ্যেই। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি তাঁদের ৩ জনের কেউই। এমনকি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি আদৃত ও কৌশাম্বিও। বিয়ের খুব কম সময় আগেই নিজেদের সম্পর্কে সিলমোহর দেন আদৃত ও কৌশাম্বি। 


 






আরও পড়ুন: Pavitra Jayaram Death: বাসের ধাক্কায় পথেই মৃত্যু জনপ্রিয় টেলি তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।