Kannada Actress: জনপ্রিয় কন্নড় টেলি তারকার মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু হল কন্নড় টেলিভিশন তারকা পবিত্র জয়ারামের। বিপুল জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'ত্রিনয়নী'তে তিলোত্তমার চরিত্রে অভিনয় করতেন তিনি (Pavitra Jayaram Death)। রবিবার গাড়ি নিয়ে পরিবারের সঙ্গে নিজের এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথেই রাস্তায় বাসের ধাক্কায় মৃত্যু হয় পবিত্র জয়ারামের। তাঁর সঙ্গে পরিবারের বাকি মানুষজন গুরুতরভাবে আহত হন। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি।


জানা যায়, যে গাড়িতে (Pavitra Jayaram Death) ছিলেন পবিত্র জয়ারাম এবং তাঁর পরিবার, হঠাৎ করেই সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর মুহূর্তের মধ্যে হায়দরাবাদ থেকে বানারপথিগামী একটি বাস গাড়ির ডানদিকে এসে সজোরে ধাক্কা মারে। গুরুতরভাবে আহত হন পবিত্র জয়ারাম এবং পথেই তাঁর মৃত্যু হয়।


কর্ণাটকের মান্ড্য জেলার হানাকেরে অঞ্চলে আসার পথেই এই দুর্বিষহ দুর্ঘটনা ঘটে যায়। সংবাদসূত্রে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় তাঁর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত এবং অভিনেতা চন্দ্রকান্ত গুরুতরভাবে আহত হয়েছেন। তারাও সঙ্গে ছিলেন পবিত্র জয়ারামের। কন্নড় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে পবিত্র জয়ারামের মৃত্যুতে। তবে এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।


পবিত্র জয়ারামের (Pavitra Jayaram Death) মৃত্যুতে কন্নড় অভিনেতা সমীপ আচার্য সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেন এবং পবিত্রর স্মৃতিতে লেখেন, 'তোমার মারা যাওয়ার খবরে চমকে উঠলাম। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম পর্দার মা, তুমি সবসময় আমার কাছে এক অন্য স্থানে থেকে যাবে।'


তেলুগু এবং কন্নড় টেলিভিশনের জগতে জনপ্রিয় নাম পবিত্র জয়ারাম। 'তিলোত্তমা', 'ত্রিনয়নী', 'বুচ্চি নায়ডু কাডরিঙ্গা' ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই জনমানসে খ্যাতি পেয়েছেন তিনি।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Allu Arjun: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন আল্লু, ভোট দিয়ে বেরিয়ে কী বললেন ?