কলকাতা: ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) আর অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)-এর পরে এবার কর্ণ জোহর (Karan Johar)। নিজের নাম, ছবি ও স্বাক্ষর সংক্রান্ত ব্যক্তিগত তথ্য রক্ষার্থে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন পরিচালক প্রযোজক কর্ণ জোহর। তাঁর অভিযোগ, তাঁর নাম করে বিভিন্ন বিপণীতে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এখানেই শেষ নয়, কর্ণের আরও অভিযোগ ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে তাঁর ছবি। সেই কারণে, এই সমস্ত বিষয় আটকাতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্ণ। ঐশ্বর্য্য ও অভিষেকের ন্যায় কর্ণকেও একই রায় শুনিয়েছে দিল্লি আদালত।
আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন
তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে অনুমতি না নিয়েই, এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন। সদ্যই সেই মামলার শুনানি হয়েছে হাইকোর্টে। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর এবার, সেই মামলায়, দিল্লি হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ঐশ্বর্য রাই বচ্চনের ছবি ও নাম। এত অভিনেত্রীর ব্যক্তি অধিকার লঙ্ঘিত হতে পারে। নষ্ট হতে পারে তাঁর ভাবমূর্তিও। কোনো বিপণীতে কোনোভাবেই ব্যবহার করা যাবে না তাঁর নাম বা ছবি। সদ্যই দিল্লির উচ্চ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, কোনোমতেই বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না। অভিনেত্রীর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, ঐশ্বর্যর ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো বিভিন্ন ধরণের জিনিস। একই সঙ্গে নায়িকার নানা ছবি বিকৃত করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই সব ছবির স্বাভাবিকতা নষ্ট করে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে নায়িকার ভাবমূর্তি চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আদালতে মামলা দায়ের অভিষেকেরও
স্ত্রী ঐশ্বর্য্যের মতো, একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেছিলেন অভিষেক বচ্চনও। নিজের ভাবমূর্তি রক্ষা করতেই নাকি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অভিযোগ ছিল, তাঁর ছবি বিকৃত করে বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। নানা দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে। এই অভিযোগ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অভিষেকের আর্জি ছিল, যে কোনও ওয়েবসাইট বা মঞ্চ থেকে তাঁর ছবি অনৈতিকভাবে ব্যবহার করা যাবে না । অভিষেকের ছবি ও নাম বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, শুধু তাই নয়, যৌনতা সংক্রান্ত ওয়েবসাইটেও তাঁর ছবি ছড়িয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক । এই ঘটনায় বেশ বিরক্ত অভিষেক । সেই কারণেই, নিজের ভাবমূর্তি রক্ষার জন্য আদালতে মামলা দায়ের করেছিলেন অভিষেক । দিল্লি হাই কোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই মামলা ওঠে । বিচারপতি অবশ্য অভিষেকের পক্ষেই রায় দিয়েছেন । দিল্লি হাইকোর্ট আজ সাফ জানিয়ে দিয়েছে, সঠিকভাবে অনুমতি না নিয়ে, অভিষেক বচ্চনের নাম, ছবি ও সাক্ষর কোনও জায়গায় ব্যবহার করা যাবে না । অভিষেকের দাবি, এইভাবে তাঁর ছবি ব্যবহারের ফলে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে । বেশ কয়েকটি ওয়েবসিরিজের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ ও দায়ের করেছেন অভিষেক । হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, অভিষেকের ছবি যদি অনুমতি না নিয়ে ব্যবহার করা হয়, তাহলে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ।
কর্ণের ক্ষেত্রেও একই রায় বহাল
অভিষেক-ঐশ্বর্য্যের মতো, একই সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কর্ণ জোহর। তাঁর মামলায় আদালত রায় দিয়েছে যে, অনুমতি ছাড়া কর্ণের নাম, ছবি ও স্বাক্ষর কোথাও ব্যবহার করা যাবে না। কোনও বিপণীর কাজে লাগানো যাবে না। এতে পরিচালকের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই ঘটনা ফের ঘটলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।