কলকাতা: তাঁর ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে । ব্যবহার করা হচ্ছে ব্যবসায়ীক কাজে । এই অভিযোগ তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) । আর এবার, সেই একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) । নিজের ভাবমূর্তি রক্ষা করতেই নাকি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক । অভিযোগ ছিল, তাঁর ছবি বিকৃত করে বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে । নানা দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে । এই অভিযোগ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক । আজ সেই মামলায় রায় দিয়েছে আদালত ।
অভিষেকের আর্জি ছিল, যে কোনও ওয়েবসাইট বা মঞ্চ থেকে তাঁর ছবি অনৈতিকভাবে ব্যবহার করা যাবে না । অভিষেকের ছবি ও নাম বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, শুধু তাই নয়, যৌনতা সংক্রান্ত ওয়েবসাইটেও তাঁর ছবি ছড়িয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক । এই ঘটনায় বেশ বিরক্ত অভিষেক । সেই কারণেই, নিজের ভাবমূর্তি রক্ষার জন্য আদালতে মামলা দায়ের করেছিলেন অভিষেক । দিল্লি হাই কোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই মামলা ওঠে । বিচারপতি অবশ্য অভিষেকের পক্ষেই রায় দিয়েছেন ।
দিল্লি হাইকোর্ট আজ সাফ জানিয়ে দিয়েছে, সঠিকভাবে অনুমতি না নিয়ে, অভিষেক বচ্চনের নাম, ছবি ও সাক্ষর কোনও জায়গায় ব্যবহার করা যাবে না । অভিষেকের দাবি, এইভাবে তাঁর ছবি ব্যবহারের ফলে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে । বেশ কয়েকটি ওয়েবসিরিজের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ ও দায়ের করেছেন অভিষেক । হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, অভিষেকের ছবি যদি অনুমতি না নিয়ে ব্যবহার করা হয়, তাহলে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ।
অন্যদিকে, এই একই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চনও । তাঁর মামলায় আদালত রায় দিয়েছে, কোনোমতেই বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । অভিনেত্রীর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, ঐশ্বর্যর ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো বিভিন্ন ধরণের জিনিস । একই সঙ্গে নায়িকার নানা ছবি বিকৃত করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই সব ছবির স্বাভাবিকতা নষ্ট করে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে । এতে নায়িকার ভাবমূর্তি চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
আদালতে অভিনেত্রীর বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস করিয়া । যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে, সেই কারণেই তিনি কড়া রায় দিয়েছেন । তবে যদি আবার এই ধরণের ঘটনা ঘটে, যদি ঐশ্বর্য রাই বচ্চনের ছবি ফের বিকৃত করে ব্যবহার করা হয় বা বিপণীর জন্য ব্যবহার করা হয়, তাহলে পদক্ষেপ নেবে পুলিশ । পুলিশ প্রশাসনকে এইরকম ঘটনা দেখলে যথাযথ পদক্ষেপ ও নিতে বলেন বিচারক । এদিন অভিনেত্রীর পক্ষে সওয়াল করেন আইনজীবী সন্দীপ শেট্টি । আদালতে এদিন অভিযোগ করা হয়, বিজ্ঞাপনের জন্য যথেচ্ছভাবে ব্য়বহার করা হচ্ছে ঐশ্বর্য রাইয়ের নাম ও ছবি । সবটাই করা হচ্ছে নায়িকার অজান্তে । আগামীতে এই ধরণের ঘটনা দেখলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে ।