দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda | 12 Dec 2016 11:31 PM (IST)
লখনউ: গ্রুপ লিগের তিন ম্যাচ জিতে জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। সোমবার পুল ডি-র শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়ে দিল ভারত। গোল করেছেন হরজিৎ সিংহ ও মনদীপ সিংহ। বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ পুল সি-তে দ্বিতীয় হওয়া স্পেন। এবারের জুনিয়র হকি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুণ খেলছে ভারতীয় দল। তৃতীয় ম্যাচের শুরুটাও সেভাবেই করেন মনদীপরা। ১১ মিনিটেই প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন হরজিৎ। তবে এরপর হঠাৎই ম্যাচ থেকে হারিয়ে যায় ভারত। এরই সুযোগ নিয়ে ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে দেয় দক্ষিণ আফ্রিকা। ৫৫ মিনিটে জয়সূচক গোল করেন মনদীপ।