কলকাতা: ফেসবুক (Facebook) থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। এবার সরিয়ে ফেললেন ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টও। অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলছেন অভিনেতা। 


ইনস্টাগ্রাম থেকে 'বিদায়' সব্যসাচীর


ছোটপর্দার জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। একে একে বিদায় নিচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। প্রথমে ফেসবুক, এবার ইনস্টাগ্রাম।


গত ২০ নভেম্বর, রবিবার, দীর্ঘদিনের লড়াই থামিয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দীর্ঘ অসুস্থতার পরে শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সব্যসাচীর কথা অনুযায়ী 'মিরাকল' আর হল না। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, পরিবার পরিজনের শত প্রার্থনা, বিপুল পরিমাণ অনুরাগী কামনা সত্ত্বেও তাঁকে সুস্থ করে ফেরানো যায়নি। ঐন্দ্রিলার অকাল প্রয়াণে ভেঙে পড়ে গোটা বিনোদন দুনিয়া।


ঐন্দ্রিলার জীবনের এই কঠিন লড়াইয়ে তাঁর পাশে স্তম্ভের মতো, আশ্রয় হয়ে আগাগোড়া ছিলেন প্রেমিক সব্যসাচী। এর আগেও যখন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন অভিনেত্রী, তখনও তাঁর স্বাস্থ্যের নিয়মিত সমস্ত আপডেট দিতেন অভিনেতা। ফেসবুকেই সমস্ত পোস্ট করতেন। প্রিয় অভিনেত্রীর শরীর কেমন আছে জানাতেন অনুরাগীদের। অবশেষে সেই আঁকড়ে ধরার মানুষটাই হারিয়ে গেল, চিরতরে। 


ঐন্দ্রিলার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট মুছেছেন সব্যসাচী চৌধুরী। প্রসঙ্গত, তাঁর আগেরদিনই ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট নিজের ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। প্রিয় মানুষটা আর বেশিক্ষণ নেই, সেটাই কি আঁচ করতে পেরেছিলেন? 


আরও পড়ুন: Saayoni on Aindrila: ঐন্দ্রিলার লড়াই সায়নীকে মনে করাল 'দাদাভাই'-এর কথা


এরপর দিন দুই কেটে গেছে। আজ, মঙ্গলবার, ২২ নভেম্বর দেখা গেল ইনস্টাগ্রাম থেকেও নিজের প্রোফাইল সরিয়ে নিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ছিল সব্যসাচীর জন্মদিন। সেই দিনই নিজের ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন ঐন্দ্রিলা। নিজেদের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, 'আমার বেঁচে থাকার কারণ। শুভ জন্মদিন সব্যসাচী।' ট্যাগ করেছিলেন প্রিয় মানুষকে। কিন্তু যাঁর পোস্ট তিনি আর নেই। আর এখন, যাঁকে ট্যাগ করা হয়েছে সেই ব্যবহারকারীও নেই ইনস্টাগ্রামে।