মুম্বই: কিছুদিন আগেই র্যামসে হান্ট সিনড্রোমে (Ramsay Hunt Syndrome) আক্রান্ত হন জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার (Justin Bieber)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করে জানান যে, এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তাঁর মুখের একদিকে পক্ষাঘাত দেখা দিয়েছে। অসুস্থতার জন্য বেশ কিছু শো বাতিল করেন তিনি। তবে, সম্প্রতি জানা গিয়েছে, অসুস্থতা কাটিয়ে চলতি বছরই ভারতে শো করতে আসবেন জাস্টিন বিবার।
ভারতে জাস্টিন বিবারের শো-
সদ্যই জাস্টিন বিবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করেছেন যে, তিনি তাঁর সফর ফের শুরু করছেন। 'জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর'-এর (Justin World Tour) ঘোষণা করে গায়ক জানিয়েছেন যে, আগামী ১৮ নভেম্বর নয়াদিল্লিতে তিনি শো করবেন। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে সেই শো। আগামী ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে জাস্টিন বিবারের 'জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর'। বিশ্বের নানা প্রান্তে শো করবেন তিনি। ইতিমধ্যেই জনপ্রিয় এই গায়কের শো দেখার জন্য শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। ভারতেও যে তাঁর শো বেশ হইচই ফেরতে চলেছে, তা আন্দাজ করা যাচ্ছে। বিশেষ করে তাঁর অসুস্থতার পর।
আরও পড়ুন - Adnan Sami: সমস্ত ইনস্টাগ্রাম পোস্ট মুছলেন, শেষে লেখা 'আলবিদা'! কী হল আদনান সামির?
প্রসঙ্গত, গত ১১ জুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন জাস্টিন বিবার। যেখানে তিনি নিজের অসুস্থতার (Justin Bieber Health) কথা তুলে ধরেছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও প্রকাশ করে তিনি জানান যে, তিনি র্যামসে হান্ট সিনড্রোমে (Ramsay Hunt Syndrome) আক্রান্ত। যার কারণেই নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। এর পাশাপাশি সুস্থ হওয়া পর্যন্ত কাজ থেকে কিছুটা বিরতি নেওয়ার কথাও জানান জাস্টিন বিবার। অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেছিলেন যে, তাঁর শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা সিরিয়াস। আর সেই কারণেই বেশ কিছু শো তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন। তবে, ফের তাঁর শো চালু করার ঘোষণায় দারুণ খুশি অনুরাগীরা।
জাস্টিন বিবারের অসুস্থতা-
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে জাস্টিন বিবার বলেন, 'আপনারা যেমন সকলে দেখতে পাচ্ছেন, আমার চোখের পলক পড়ছে না। আমি আমার মুখের একটা অংশ নাড়াতে পারছি না। সঠিকভাবে হাসতে পারছি না। একাধিক সমস্যা রয়েছে আমার মুখের নানা অংশে। আমার মুখমণ্ডলের একটা অংশ সম্পূর্ণভাবে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। যাঁরা আমার শো বাতিল করার কারণে মনে দুঃখ পেয়েছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকার কারণে আমি শো করতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বেশ সিরিয়াস একটা অসুখ।' তিনি কি বর্তমানে সম্পূর্ণ সুস্থ? সে সম্পর্কে যদিও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।