নয়াদিল্লি:  প্রিয়ঙ্কা চোপড়া হলেন বলিউডের সেই সুপারস্টার যিনি, তাঁর ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফ সম্পর্কে সবসময়ই ভক্তদের আপডেটেড রাখতে ভালবাসেন। কিন্তু প্রতিমুহূর্তে আপডেট রাখার এই নেশা তাঁকে মাঝেমধ্যেই নেটিজেনদের ট্রোলের মুখে ফেলেছে। সম্প্রতিই, নিজের ইন্সটাগ্রামে একটি ছোবি পোস্ট করে এই হ্যাসট্যাগ দেন প্রিয়ঙ্কা #Summer lovin... #carfiesunday." নেটিজেনদের দাবি, প্রিয়ঙ্কা ফের আবার ঠোঁটে অস্ত্রোপচার করেছেন। আগের থেকে তাঁর ঠোঁট এখন অনেক বেশি ফোলা। এরপরই টুইটারে আসতে থাকে একের পর এক কমেন্ট একজন লিখেছেন, কেন অস্ত্রোপচার করেন এঁরা, এঁদের দেখতে কী অদ্ভূত লাগে আরেকটা অস্ত্রোপচার ফের ভুল পথে হাঁটল অনেকে আবার তাঁকে প্লাস্টিক বিউটি বলেও তোপ দেগেছেন তবে এই সব কমেন্ট দেখে একটুও ঘাবড়ে যাননি প্রিয়ঙ্কা। তবে এর আগে ছোট পোশাক, নাকের অস্ত্রোপচার করিয়েছেন বলেও ট্রোলড হন পিগি চপস।