তামার তৈরি প্রথম ফলকটিতে কোচিন অথবা কোচি শহরে ইহুদীদের গুরুত্ব বোঝানো হয়েছে। প্রথম ফলকটিতে কোচির তত্কালীন হিন্দু রাজা ভাস্কারা রবি বর্মা, সেসময় ইহুদী নেতা জোসেফ রাব্বানকে যে বিশেষ সুবিধা দিয়েছিলেন, সেকথা উল্লেখ করা হয়েছে। পরে ইতিহাসের পাতা উল্টে জানা গিয়েছে, জোসেফ রাব্বানকে শিঙলির যুবরাজের সম্মান দেওয়া হয়। তথ্য অনুযায়ী, ইহুদীদের কাছে ক্র্যাঙ্গানোরের যা গুরুত্ব, সেই গুরুত্বই রয়েছে শিঙলি নামের এই জায়গাটির। শিঙলি বা ক্র্যাঙ্গানোরকে দ্বিতীয় জেরুসালেম বলা হয়, কারণ জেরুসালেমের মতোই জায়গাগুলি পবিত্র।
দ্বিতীয় তামার ফলকটিতে ভারতের সঙ্গে ইহুদীদের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নানা কথা লেখা আছে। কবে শুরু হয়েছিল দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, কেমন ছিল সেই সম্পর্ক, এই নিয়ে বিভিন্ন কথা লেখা আছে। এমনকি স্থানীয় হিন্দু রাজারা সেসময় গির্জাগুলোকে কর সংক্রান্ত কী ধরনের সুবিধা পাইয়ে দিয়েছিল, সেকথাও বলা আছে।
এই দুটি নিদর্শন ছাড়াও, মোদী ইজরায়েলের রাষ্ট্রপ্রধানকে পরদেশী ইহুদী সংগঠনের দেওয়া একটি তোরা স্ক্রল, একটি মুকুট উপহার দিয়েছেন। মুকুটটি সোনায় মোড়া, সঙ্গে ফ্লোরাল ডিজাইন করা আছে। এটা দক্ষিণ ভারতীয় কারুকার্যের এক অসাধারণ নিদর্শন।
তোরা স্ক্রলটি একশো বছর আগে হাতে লেখা হয়েছিল। একটি কাঠের বাক্সে রুপোয় মুড়ে তোরাটি দেওয়া হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে।