মুম্বই: পদ্মাবতীতে তিনি অনায়াসে ক্যারি করেছেন রাজপুত রানির ঘাগরা, অলঙ্কার। আর এবার ছোটবেলার বন্ধু আদিত্য নারায়ণের বিয়েতে দীপিকা পাড়ুকোনকে দেখা গেল পুরোপুরি দক্ষিণ ভারতীয় লুকে। কর্নাটকের মেয়ের পরনে ছিল দক্ষিণী সিল্ক, গায়ে ভারী সোনার গয়না।
আদিত্য নারায়ণ হলেন গায়ক উদিত নারায়ণের ছেলে। ছোটবেলা থেকে দীপিকা-আদিত্য বন্ধু। বিয়ের অনুষ্ঠানে নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দীপিকা।
[embed]https://www.instagram.com/p/Bb4j7rEBa2g/[/embed]
[embed]https://www.instagram.com/p/BaUXf15BqTo/[/embed]
[embed]https://www.instagram.com/p/Bb6BNR4B_hI/?taken-by=deepveer.news[/embed]
এর আগেও দীপিকা আদিত্যের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন।
[embed]https://www.instagram.com/p/Bb3tQtphOSS/[/embed]
পদ্মাবতীর রাজপুতানী সাজের পর এবার দক্ষিণী সাজে দীপিকা, বন্ধু আদিত্য নারায়ণের বিয়েতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2017 10:54 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -