Don 3: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং! কবে আসছে শাহরুখের 'ডন থ্রি'?

Don 3 Updates: ভিন্ন সূত্র অনুযায়ী খবর, অভিনেতা ও ছবি নির্মাতা ফারহান আখতার ফের শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন ব্লকবাস্টার হিট ছবি 'ডন'-এর তৃতীয় পার্টে। 

Continues below advertisement

মুম্বই: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান' (Pathaan)। ইতিমধ্যেই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বক্স অফিসে 'পাঠান' ঝড় থামার কোনও লক্ষ্যই নেই। তারইমাঝে এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড 'ডন থ্রি' (Don 3)। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, অভিনেতা ও ছবি নির্মাতা ফারহান আখতার ফের শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন ব্লকবাস্টার হিট ছবি 'ডন'-এর তৃতীয় পার্টে। 

Continues below advertisement

কবে আসছে 'ডন থ্রি'?

বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'পাঠান'। বলিউডের বাদশার অনুরাগীরা তাই আর নিজেদের উত্তেজনা চেপে রাখতে পারছেন না। ফের পর্দায় 'ডন' রূপে শাহরুখ খানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আর তাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ট্রেন্ডিংয়ে রয়েছে 'ডন থ্রি'। এক নেট নাগরিক লিখেছেন, 'সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি তো 'পাঠান' হয়েই গিয়েছে। এবার 'ডন থ্রি' নিয়ে এস।' আবার কেউ কমেন্ট করেছেন, 'আমরা 'ডন থ্রি' দেখতে চাই।' শাহরুখ খানকে ট্যাগ করে নেট দুনিয়ায় 'ডন থ্রি' নিয়ে আসার ডাবি জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

[tw]

[/tw

আরও পড়ুন - Sidharth Kiara Wedding: বিয়ে করতে জয়সলমেরের উদ্দেশে চললেন সিদ্ধার্থ, রইল ভিডিও

প্রসঙ্গত, দেশে ইতিমধ্যেই ৩৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'পাঠান'। আমির খানের 'দঙ্গল' ছবির তৈরি করা রেকর্ডকে ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শীঘ্রই তালিকার শীর্ষে থাকা 'বাহুবলী ২' এবং 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর রেকর্ডকেও টপকে যাবে 'পাঠান'।  

Continues below advertisement
Sponsored Links by Taboola