মুম্বই: আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022)। মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও পরিচিত। বাড়িতে, আবাসনে, ক্লাবে, মণ্ডপে গণেশমূর্তির আরাধনা করা হয়। পুজোর কয়েকদিন সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। পুজো শেষে গণেশমূর্তি ভাসান দেওয়া হয়। আজ গণেশ চতুর্থীর এই উৎসবের মাঝে নেট দুনিয়ায় ভাইরাল হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা' (Pushpa) স্টাইলের গণেশ মূর্তি। সোশ্যাল মিডিয়ায় সেই মূর্তির ছবি এবং ভিডিও পোস্ট হতে, তা ভাইরাল হতে সময় নেয়নি।


'পুষ্পা' স্টাইলের গণেশ মূর্তি-


এদিন নেট দুনিয়ায় বহু নেট নাগরিকের পক্ষ থেকে ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গণেশ মূর্তির পরনে রয়েছে সাদা রঙের কুর্তা ও পায়জামা। চন্দন কাঠের উপর বসে রয়েছে সে। তার একটি হাত একেবারে 'পুষ্পা'র আইকনিক স্টাইলে রয়েছে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা।



আরও পড়ুন - Vicky Kaushal: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার পরই ক্যাটরিনার উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তা ভিকির


প্রসঙ্গত, গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। প্রায় ২০০ কোটি টাকা ছিল এই ছবির বাজেট। আর বক্স অফিসে ঝড় তোলা এই ছবির সারা দেশজুড়ে ব্যবসা করে প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য এমনই। টানটান উত্তেজনায় ভরা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। তাঁর বিপরীতে অভিনয় করেন রশ্মিকা মন্দান্না। যাঁকে এই ছবিতে অভিনয়ের পরই 'ন্যাশনাল ক্রাশ' বলা হতে থাকে। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না অভিনীত 'পুষ্পা দ্য রাইজ' ছবির সিক্যুয়েল আসতে চলেছে। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে ব্লকবাস্টার হিট এই ছবির সিক্যুয়েল 'পুষ্পা দ্য রুল'-এর শ্যুটিং শুরুর কথা ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি। সদ্যই নেট দুনিয়ায় 'পুষ্পা' নির্মাতা মিথরি মুভির পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে তারা পর্দায় 'পুষ্পারাজ' ফেরার কথা ঘোষণা করছেন। পাশাপাশি, 'পুষ্পা দ্য রুল' ছবির পূজা সেরিমনির কথাও জানাচ্ছেন। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না অভিনীত এই ছবি যে আরও বড় করে আসতে চলেছে, সে কথাও তাদের পক্ষ থেকে জানান হয়েছে। প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রাইজ' প্রধাণত তামিল ভাষায় তৈরি হয়। যদিও ছবিটি হিন্দি, মালায়লম, কন্নড় এবং আরও বেশ কিছু ভাষায় ডাবিং করা হয় এবং সারা দেশজুড়ে মুক্তি পায়। ছবির জনপ্রিয়তা ছিল নজরকাড়া। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবির গান থেকে ডায়লগে তৈরি রিলসের ছয়লাপ ছিল।