দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ভঙ্গিমায় পাঁচ উইকেটে ম্যাচ জয়ের পর আজ হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। কোয়ালিফায়ার খেলে মূলপর্বে নামার যোগ্যতা অর্জন করা হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে হয় না। আজ জিতলে অবশ্য সুপার ফোরে ভারতীয় দলের স্থান পাকা হয়ে যাবে।


তুলনামূলক দুর্বল হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলের একাদশে বেশ কিছু বদল হতেই পারে। তবে খুব বেশি বদল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট করবে বলে মনে হয় না। তবে খাতায় কলমে হংকংকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও, চার বছর আগে একই মাঠে এই দুই দলের সাক্ষাতে কিন্তু হংকং দারুণ লড়াই করেছিল এবং একটা সময় ভারতকে চাপেও ফেলে দিয়েছিল বটে। বর্তমান হংকং অধিনায়ক নিজাখাত খান ৯২ রানের ইনিংস খেলেছিলেন। শেষমেশ ভারত মাত্র ২৬ রানেই ম্যাচ জিততে পেরেছিল। তবে তা ছিল ৫০ ওভারের ম্যাচ, আজকের মতো টি-টোয়েন্টি নয়। কিন্তু অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে হংকং কিন্তু আজ ভারতকে আবারও চাপে ফেলতেই পারে। 


আজকের ম্যাচ


হংকংয়ের বিরুদ্ধে আজ মুখোমুথি হচ্ছে রোহিত শর্মার ভারতীয় দল।


কোথায় হবে খেলা?


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এই দুই দলের লড়াই হবে।


মুখোমুখি সাক্ষাৎকারে কোন দল এগিয়ে?


ভারত ও হংকং এর আগে কখনই টি-টোয়েন্টি ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়নি। তবে দুইটি ওয়ান ডে ম্যাচের দুইটিই জিতেছে ভারত।


ম্যাচের সময় পরিবেশ কেমন থাকবে?


মরুদেশে স্বাভাবিকভাবেই দিনের বেলায় ভীষণ গরম থাকবে। তবে রাত গড়ালে তাপমাত্র কমে ৩১ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। বৃষ্টির বিন্দুমাত্র সম্ভাবনা নেই।


পিচ কেমন হবে?


দুবাইয়ের পিচে সাধারণত নতুন বলে পেসারের হালকা মদত পান। তবে স্পিনারদের খুব বেশি সাহায্য পাওয়ার আশা নেই। টসে জিতে প্রথমে বোলিং করাই এই পিচে শ্রেয়। রান তাড়া করে দলগুলি প্রায় এই মাঠে প্রায় ৮০ শতাংশ ম্যাচ জেতে।


কখন শুরু হবে ভারত-হংকং ম্যাচ?


ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে শুরু ভারত-হংকং ম্যাচ।


কোন চ্যানেলে সম্প্রচার হবে?


স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে সম্প্রচারিত হবে এই ম্যাচ।


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে হটস্টার অ্যাপে এশিয়া কাপের এই ম্যাচের মজা উপভোগ করতে পারবেন অনুরাগীরা।


আরও পড়ুন: সামনে শুধু শাকিব, বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন রশিদ